এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচেই ব্যর্থ ভারতের ব্যাটিং (India Vs Bangladesh)। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে মিরপুরের মাঠে ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানে অল আউট হলেন রোহিত শর্মারা। লোকেশ রাহুল ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই সে ভাবে রান পেলেন না। শাকিব আল হাসান নিলেন ৫ উইকেট।
পাওয়ার প্লে শেষ হওয়ার পরই সাকিব আল হাসানের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। নিজের দ্বিতীয় বলেই রোহিত শর্মার স্টাম্প ছিটকে দেন সাকিব। চতুর্থ বলটা অফ স্টাম্পের বাইরে ফেলেছিলেন। প্রলুব্ধ হয়ে এক হাতে ড্রাইভ করেছিলেন বিরাট কোহলি। কভারে ফিল্ডিং করা বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ডানদিকে উড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচ নেন। কোহলি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। ক্রিজে দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে ছিলেন লিটনের দিকে।
— Guess Karo (@KuchNahiUkhada) December 4, 2022
আরও পড়ুন: FIFA World Cup 2022: গ্রুপ পর্বে আর খেলা হচ্ছে না নেইমারের, ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ
কোহলি যখন আউট হন, ভারতের রান ১০.২ ওভারে ৪৯/৩। এরপর দলকে টেনে নিয়ে যান শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল। ২০ তম ওভারের শেষ বলে শ্রেয়সকে তুলে নিয়ে জুটি ভাঙেন এবাদত হোসেন। ৩৯ বলে ২৪ রান করেনন শ্রেয়স। ওয়াশিংটন সুন্দরকে (১৯) তুলে নেন সাকিব। শাহবাজ আমেদ (০), শার্দুল ঠাকুর (২), দীপক চাহার (০), মহম্মদ সিরাজরা (৯) রান পাননি। একমাত্র লড়াই করেন লোকেশ রাহুল। শেষ পর্যন্ত তিনি ৭০ বলে ৭৩ রান করে এবাদত হোসেনের বলে আউট হন। ৪১.২ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৩৬ রানে ৫ উইকেট নেন সাকিব। অন্যদিকে এবাদত হোসেন ৪৭ রানে তুলে নেন ৪ উইকেট।
আরও পড়ুন: Paige Spiranac: রোনাল্ডোর উচ্ছ্বাস ভঙ্গি নকল করে পোশাক খুললেন প্রাক্তন গল্ফার