Indian Women Team: Harmanpreet Kaur Fifty helps India thrash Bangladesh

Indian Women Team: হরমনপ্রীতের অর্ধশতরান, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হারাল ভারত

উইমেন্স প্রিমিয়র লিগে মাঠে নামলেও বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন হরমনপ্রীত কৌররা। প্রায় সাড়ে চার মাসের ব্যবধান কাটিয়ে এবার দেশের জার্সিতে ফিরলেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকারা। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে নতুন মরশুম শুরু করেন হরমনপ্রীতরা। সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এশিয়ান গেমসের আগে এই সিরিজ ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দেহ নেই।

রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। পরিস্থিতির সুবিধা কাজে লাগিয়ে স্পিনাররা তার পূর্ণ ফায়দা তোলেন। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে হরমনপ্রীত ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা ৩৪ বলে ৩৮ রান করেন। দু’জনে তৃতীয় উইকেটে ৭০ পানের জুটি গড়েন। ১৬.২ ওভারেই রান তুলে নেয় ভারত। হরমনপ্রীত ছ’টি চার এবং দুটি ছয় মারেন। নাহিদা আখতারের বোলিংয়ে দু’বার প্রাণ ফিরে পান হরমনপ্রীত।

আরও পড়ুন: India vs West Indies 2023: নেই পুজারা, উমেশ, শামি! ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা ভারতের

তবে ভারতের রান তাড়া করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্মৃতি। শুরুর দিকে তাঁর ব্যাট থেকে ভাল কিছু বাউন্ডারি দেখা যায়। পাঁচটি বাউন্ডারি মারেন তিনি। মারুফা আখতারের বলে স্কোয়্যার কাট দর্শকদের মন কেড়ে নেয়। এ দিকে, বল করার সময় ভারতীয় স্পিনারদের কৌশল বুঝতেই পারেননি বাংলাদেশের ব্যাটারেরা।

দীপ্তি শর্মা চার ওভার বল করে কোনও উইকেট না পেলেও মাত্র ১৪ রান দেন। অনুষা বারেড্ডি চার ওভারে ২৪ রান দেন। মিনু মানি তিন ওভারে ২১ রানে এক উইকেট নেন। হরমনপ্রীত অফসাইডে পাঁচ ফিল্ডার রেখেছিলেন। বোলারেরা পঞ্চম বা ষষ্ঠ স্টাম্প লক্ষ্য করে বল করে যান। বাংলাদেশের ব্যাটারেরা ফাঁক খুঁজে রানই করতে পারছিলেন না। টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

আরও পড়ুন: Sourav Ganguly: জন্মদিনে বড় ঘোষণা সৌরভের, কী করবেন মহারাজ?