আইপিএল ২০২২ শুরুর ঠিক আগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। মাহির বদলে সিএসকের নতুন নেতা নির্বাচিত হলেন রবীন্দ্র জাদেজা। সিএসকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় নেতৃত্ব বদলের কথা।
এ বারের আইপিএল শুরু হতে চলেছে ২৬ মার্চ। প্রথম ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের। চেন্নাই সুপার কিংস এক বিবৃতিতে জানিয়েছে, ধোনি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বার চেন্নাইয়ের নেতা রবীন্দ্র জাডেজা। ২০১২ সাল থেকে টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে রয়েছেন জাডেজা। ধোনি নেতৃত্ব ছেড়েছেন ঠিকই, প্লেয়ার হিসেবে আইপিএলে খেলা চালিয়ে যাবেন।
? Official Statement ?#WhistlePodu #Yellove ?? @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
আইপিএল ২০২২ শুরুর ঠিক আগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। মাহির বদলে সিএসকের নতুন নেতা নির্বাচিত হলেন রবীন্দ্র জাদেজা। সিএসকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় নেতৃত্ব বদলের কথা।
ফ্র্যাঞ্চাইজির তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, জাদেজার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন স্বয়ং ধোনি। সঙ্গে এও নিশ্চিত করা হয়েছে যে, চলতি মরশুমে এবং তার পরেও চেন্নাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করবেন ধোনি। সুতরাং, নতুন আইপিএল মরশুম শুরুর আগে ধোনির অবসর নিয়ে জল্পনা যাতে দানা না বাঁধে, সেই চেষ্টাই করা হয় সিএসকের তরফে।
বৃহস্পতিবার সকালেই সুনীল গাভাসকরের মতো বিদগ্ধ প্রাক্তন পর্যন্ত ধোনির বিকল্প খুঁজতে গিয়ে জাডেজাকেই বেছেছিলেন। অর্থাৎ, ধোনি যে ক্য়াপ্টেন্সি ছাড়তে পারেন, একটা ইঙ্গিত ছিলই। সুরেশ রায়নার মতো সিএসকের সদ্য প্রাক্তনও জাডেজাকেই নতুন নেতা হিসেবে দেখতে চেয়েছিলেন।