IPL 2023 Auction: How Much Money Does Each Team Have In Its Purse?

IPL 2023 Auction: আগামীকাল নিলাম! কলকাতার বাজেট সব চেয়ে কম, বাকি দলের পার্সে কত

রাত পোহালেই টানটান উত্তেজনা। ১০টি ফ্র্যাঞ্চাইজি দল তাদের শেষ ধাপের দল সাজিয়ে নিতে আইপিএল ২০২৩-এর মিনি নিলামে (IPL 2023 Auction)  অংশ নেবে। ১০টি ফ্র্যাঞ্চাইজি টিম তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী প্লেয়ারদের দলে নেওয়ার চেষ্টা করবে। বহু প্লেয়ারকে নিয়েই সব দলের মধ্যে দর কষাকষি চলবে। প্রসঙ্গত, গত বছর আইপিএলে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এ বার অবশ্য মিনি নিলাম হবে।

আগামিকাল অর্থাৎ শুক্রবার ৪০৫ জন ক্রিকেটার উঠবেন নিলামে। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। ভিন দেশিদের মধ্যে চার ক্রিকেটার রয়েছে অ্যাসোসিয়েট দেশেরও। ১১৯ ক্রিকেটার ক্যাপড, ২৯৬ জন আনক্যাপড (যাঁরা দেশের হয়ে কখনও খেলেননি)।

১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৭৪.৩ কোটি টাকা খরচ করতে পারবে নিলামে। হায়দরাবাদের হাতে রয়েছে সব চেয়ে বেশি অর্থ। ৪২. ২৫ কোটি টাকা আছে তাদের পার্সে। সব চেয়ে কম বাজেট রয়েছে কলকাতার। ৭.০৫ কোটি টাকা খরচ করতে পারবে কেকেআর। দেখে নিন কার হাতে এখন কত টাকা আছে-

চেন্নাই সুপার কিংস – ২০.৪৫ কোটি টাকা

দিল্লি ক্যাপিটালস – ১৯.৪৫কোটি টাকা

গুজরাট টাইটানস – ১৯.২৫ কোটি টাকা

কেকেআর- ৭.০৫ কোটি টাকা

লখনউ সুপার জায়ান্টস -২৩.৩৫ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্স – ২০.৫৫ কোটি টাকা

পঞ্জাব কিংস – ৩২.২ কোটি টাকা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৮.৭৫ কোটি টাকা

রাজস্থান রয়্যালস – ১৩.২ কোটি টাকা

সানরাইজার্স হায়দরাবাদ – ৪২.২৫ কোটি

আফগানিস্তানের ডানহাতি স্পিনার আল্লাহ মহম্মদ গজানফর হলেন ২০২৩ আইপিএল নিলামে ওঠা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। নিলামে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র। আইপিএলের ইতিহাসে ৪০ বছরের অমিত মিশ্র একমাত্র বোলার, যিনি তিনটি হ্যাটট্রিক করেছেন।