বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝামেলার মধ্যে ঢুকে পড়লেন এক সাংবাদিক। সোমবার রাতে লখনউ সুপার জায়েন্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পর দুুই তারকার যে ঝামেলা হয়েছিল, তারপর বিরাটের পক্ষে দাঁড়িয়ে ওই সাংবাদিক গম্ভীরকে সরাসরি ব্যক্তি আক্রমণ করেন। ওই সাংবাদিক দাবি করেন, প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাটকে হিংসা করেন গম্ভীর। আর সেই ব্যক্তিগত আক্রমণের মুখে চুপ করে থাকলেন না গম্ভীর। বরাবরের স্পষ্টভাষী হিসেবে পরিচিত গম্ভীর দাবি করলেন, টাকা খেয়ে উলটো-পালটা কথা বলছেন ওই সাংবাদিক।
বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়ানো নিয়ে গম্ভীরকে নিজের টিভি চ্যানেলে তুমুল সমালোচনা করেছেন দিল্লি ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক রজত শর্মা (Rajat Sharma)। তিনি এক অনুষ্ঠানে বলেছেন, বিরাট কোহলি এমন একজন খেলোয়াড়, যিনি সর্বদা আগ্রাসী থাকেন। কোনও ভুলভাল জিনিস বরদাস্ত করেন না। তাই তিনি গৌতম গম্ভীরকে মুখের উপর জবাব দিয়েছেন। কিন্তু গৌতম গম্ভীর যেটা করেছেন, সেটা স্পোর্টসম্যান স্পিরিটের সঙ্গে শোভা পায় না। গৌতম একজন প্রাক্তন ক্রিকেটার তো বটেই, পাশাপাশি তিনি একজন সাংসদও। তিনি কী করে এমন প্রকাশ্যে আচরণ করলেন, সেটিও নিন্দনীয় বিষয়। দেশের মানুষ তাঁকে এভাবে দেখতে চায় না।
আরও পড়ুন: Praveen Hingnikar: পথদুর্ঘটনায় গুরুতর আহত ক্রিকেটার, মৃত্যু স্ত্রীর
Rajat sharma 🗣️ "Gautam Gambhir is jealous of Virat Kohli's success. He's not able to digest the fact that Kohli is far better than him." #GTvsDC #LSGvsRCB #gautamgambhir #ViratKohli pic.twitter.com/TetWN2QbOh
— Bharggav Roy 🇮🇳 (@Bharggavroy) May 3, 2023
বুধবার রাতের দিকে একটি টুইট করেন গম্ভীর। ওই টুইটে কারও নাম বা কোনও প্রসঙ্গ উল্লেখ না করলেও গম্ভীরের তির যে কোনদিকে ছিল, তা বুঝতে অসুবিধা হয়নি নেটপাড়ার। লখনউয়ের হেড কোচ বলেন, ‘যে লোকটা চাপের অজুহাত দেখিয়ে দিল্লি ক্রিকেট থেকে পালিয়ে যান, তাঁকে দেখে মনে হচ্ছে যে ক্রিকেটের প্রতি উদ্বেগ দেখানোর আড়ালে টাকা খেয়ে প্রচার চালাচ্ছেন। এটা সেই কলিযুগ, যেখানে ভীতু নিজের আদালত চালাচ্ছেন।’
Man who ran away from Delhi Cricket citing “pressure” seems over eager to sell paid PR as concern for cricket! यही कलयुग़ है जहां ‘भगोड़े’ अपनी ‘अदालत’ चलाते हैं।
— Gautam Gambhir (@GautamGambhir) May 3, 2023
রজত শর্মার টিভি অনুষ্ঠানে বারবার ডেকেও গম্ভীরকে পাওয়া যায়নি। জানা যায় তাঁদের মধ্যে সম্পর্ক ভাল নয়। একটা সময় গম্ভীর দিল্লি ক্রিকেট সংস্থায় আসতে চেয়েছিলেন। মনে কর হয়, রজত শর্মাদের গোষ্ঠীই তাঁকে আসতে দেয়নি প্রশাসনে। তাই যে কোনও বিষয় অ্যাংরি ইয়ং ম্যান ইমেজ বজায় রেখেছেন গম্ভীর। অন্যদিকে, বিরাট কোহলির সঙ্গে গম্ভীরের বিবাদ বহু পুরনো। গম্ভীর কেকেআরের অধিনায়ক থাকাকালীনও একবার বিরাটের সঙ্গে লেগেছিল। এবার গম্ভীরের অভিযোগ, কোহলি নাকি ঝামেলার সময় তাঁর পরিবারকে টেনে গালিগালাজ করেছেন।
আরও পড়ুন: Kohli vs Gambhir: ঝগড়ার সময় কোহলি-গম্ভীর পরস্পরকে কী বলেছিলেন? জানালেন প্রত্যক্ষদর্শী