IPL 2023: KKR Skipper Nitish Rana Fined 24 Lakhs For Maintaining Slow Over-rate Against CSK

IPL 2023: জেতার পরেই দুঃসংবাদ KKR শিবিরে! ক্যাপ্টেন সহ নাইটদের প্রত্যেক তারকাকে শাস্তি

১১ বছর পর চিপকে চেন্নাইয়ের বিপক্ষে স্মরণীয় জয়। সেই জয়ের মূল কারিগর কেকেআর ক্যাপ্টেন নীতিশ রানা। অধিনায়ক হিসেবে দুর্ধর্ষভাবে প্ৰথমে যেমন চেন্নাইকে মাত্র ১৪৪ রানে আটকে রাখতে সাহায্য করেছিলেন। তেমন ব্যাট হাতে চাপের মুহূর্তে দুরন্ত হাফসেঞ্চুরি করে নাইটদের জয়ের রাস্তায় পৌঁছে দিয়েছেন।

তবে চেন্নাইকে হারানোর পরেই দুঃসংবাদ শুনলেন তিনি। স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রানাকে। সাধারণত আইপিএলের নিয়ম অনুযায়ী, প্ৰথমবার এই নিয়ম লঙ্ঘিত হলে অধিনায়কের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়। তবে চলতি সিজনে এটি ছিল রানার নেতৃত্বে কেকেআরের দ্বিতীয় ‘অপরাধ’। সেই জন্যই কড়কড়ে ২৪ লক্ষ টাকা গুনতে হবে নাইট নেতাকে।

তবে কেবল নীতিশ (Nitish Rana) একা নন। জরিমানার ঘেরাটোপে পড়েছেন কেকেআর-এর সকল প্লেয়ার। ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্রথম একাদশের সকলকেই দিতে হবে জরিমানা। ম্যাচ ফির ২৫ শতাংশ অথবা ৬ লক্ষ টাকা করে প্রত্যেক প্লেয়ারদের জরিমানা গুনতে হবে। ম্যাচ শেষে রবিবার রাতেই প্রেস বিবৃতি জারি করে জরিমানার কথা ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

ম্যাচ চলাকালীন অনফিল্ড আম্পায়াররা ১৬তম ওভার থেকেই নীতিশ রানাকে সতর্ক করতে থাকে। বলে দেওয়া হয়, নির্ধারিত সময়ে ১ ওভার পিছিয়ে রয়েছে কেকেআর। স্লো ওভারের কারণেই ২০ তম ওভারে বৈভব অরোরাকে বৃত্তের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডার দাঁড় করিয়ে বোলিং করতে হয় জাদেজা, ধোনিদের। সেই সুবিধা যদিও নিতে পারেনি সিএসকে। নিখুঁত লাইন লেন্থে অরোরা জাদেজাকে আউট করার পর ধোনিকে শেষ দুই বলে বিগ হিট নেওয়া থেকে রুখে দেন।