IPL 2023: Superstar Rajinikanth calls up Kolkata's rising star Rinku Singh following his impressive performances

IPL 2023: পাঁচ ছক্কায় মন জিতলেন রিঙ্কু! ফোন করে দেখা করার আবদার থালাইভার

গুজরাটের চোয়াল থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছিল কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কুর এই ইনিংসের পরে তাঁর ভক্তদের তালিকায় যোগ হয়েছে সুপারস্টার রজনীকান্তের নামও।

রিঙ্কু নিজেই এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার পরে, রিঙ্কু সিং জিও সিনেমায় প্রচারিত শোতে জাহির খানের সঙ্গে আলাপচারিতা করেছিলেন। এই সময় তিনি বলেছিলেন যে গুজরাট টাইটানসের যশ দয়ালে পাঁচটি ছক্কা মারার পরে রজনীকান্ত স্যার নিজেই তাঁকে ফোন করেছিলেন।

রিঙ্কু সিং বলেন, ‘ম্যাচের পর রজনীকান্ত স্যারের কাছ থেকে ফোন পেয়েছিলাম। তিনি বলেছিলেন যে আপনি যখন চেন্নাই ম্যাচ খেলতে আসবেন, আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করব।’ আমরা আপনাকে জানিয়ে রাখি যে ১৪ মে চেন্নাইতে কেকেআরকে হোম টিম সিএসকে-র বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে হবে। তারপর রজনীকান্তের সঙ্গে দেখা করতে পারেন রিঙ্কু সিং।