একপেশে ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে দিল কেকেআর। এদিন অর্থাৎ, IPL ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১০.৩ ওভারেই শেষ করে ফেলল ম্যাচ।
𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡𝗦 𝗢𝗙 #𝗧𝗔𝗧𝗔𝗜𝗣𝗟 𝟮𝟬𝟮𝟰 😍🏆
The 𝗞𝗢𝗟𝗞𝗔𝗧𝗔 𝗞𝗡𝗜𝗚𝗛𝗧 𝗥𝗜𝗗𝗘𝗥𝗦! 💜#KKRvSRH | #Final | #TheFinalCall | @KKRiders pic.twitter.com/iEfmGOrHVp
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
এদিন কেকেআরের দাপুটে বোলিংয়ে অরেঞ্জ আর্মির অবস্থা বেশ শোচনীয় হয়ে পড়েছিল। পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের মতো ফাইনালেও কেকেআরের হয়ে উইকেটের সূচনা করেন মিচেল স্টার্ক। এরপর বৈভব আরোরা, আন্দ্রে রাসেল, হর্ষিত রানারা একের পর এক উইকেট তুলে নিয়ে অরেঞ্জ আর্মিকে মাত করে দেন। নিয়মিত ব্যবধানে এক এক করে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। শেষ অবধি ক্যাপ্টেন কামিন্স কিছুটা লড়াই করেন। ১৯ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন হায়দরাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। সেই সুবাদে হায়দরাবাদ পৌঁছায় ১১৩ রানে। ১৮.৩ ওভারে এই রান তুলে অল আউট হয় সানরাইজার্স।
এরপর রান তাড়া করতে নেমে প্রথম ধাক্কা খায় KKR। ১.২ ওভারে আউট হন সুনীল নারিন। কামিন্সের বলে ৬ রান করে আউঠ হন তিনি। তবে এতে খুব একটা বেশি সমস্যা হয়নি। ভেঙ্কটেশ আইয়ার তিন নম্বরে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন, ২৪ বলে হাফসেঞ্চুরি করে তিনি দলকে জিতিয়ে দেন।
২০১৪ থেকে ২০২৪। মাঝে কেটে গিয়েছে ১০টা বছর। এই ১০ বছর পর অবশেষে শাপমোচন হল কলকাতা নাইট রাইডার্সের। যেই অধিনায়ক গম্ভীরের হাত ধরে শেষবার IPL জিতেছিল KKR এবার সেই গম্ভীরকে মেন্টর করে চ্যাম্পিয়ন হল। এবং ২০১২ সালে চ্যাম্পিয়ন হওয়া সেই চিপকেই এবারও চ্যাম্পিয়ন হল KKR। IPL-এ দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড তৈরি করল KKR। তিনবার IPL জিতল তারা।