মাত্র ১১৩ রানে থেমে গেল সানরাইজার্সের ইনিংস। আইপিএলের ইতিহাসে ফাইনালে সর্বনিম্ন স্কোর করলেন প্যাট কামিন্সরা।
ফাইনালে মাঠে দলের মালিক অসুস্থ শাহরুখ খানের সামনে বোলাররা রুদ্রমূর্তি ধারণ করলেন।দলের তিন পেসার, এমনকী বাড়তি পেসার রাসেলও তিন উইকেট নিয়ে বিপক্ষ শিবিরে ভাঙন ধরিয়েছেন। হায়দরাবাদ শেষ করল ১১৩ রানে। নাইটদের জয়ের লক্ষ্য ১১৪ রানের।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স।মিচেল স্টার্ক প্রথম ওভারেই তুলে নিয়েছেন অভিষেককে। তিনি করেন দুই রান। আর ট্রাভিস করেছেন শূন্য। এমনকী তিনে নামা রাহুল ত্রিপাঠিকেও ফেরালেন স্টার্ক। রাহুল করেছেন নয় রান। ২১ রানের মধ্যে তিন উইকেট পড়ে গিয়েছে হায়দরাবাদের। কেকেআরের তিন পেসারই দুরন্ত মেজাজে। হায়দরাবাদের নীতিশ কুমার রেড্ডিকে (১৩) তুলে নিলেন হর্ষিত রাণা। কট বিহাইন্ড গুরবাজ। চার উইকেট পড়ে গিয়েছিল ৪৭ রানে।
Mitchell Starc doesn’t miss out this time around 😎
Andre Russell with the final breakthrough of the innings as Pat Cummins departs for 24
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #KKRvSRH | #Final | #TheFinalCall pic.twitter.com/oJCJGBVknX
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
দুটি দলের মধ্যে মোট ২৭ বার দেখা হয়েছে। কলকাতা অনেক এগিয়ে, মোট ১৮ বার জিতেছে। হায়দরাবাদ সেখানে জিতেছে মাত্র নয়বার। চারমিনার সিটির বিরুদ্ধে কলকাতা এর আগে সর্বোচ্চ রান তুলেছে ২০৮ রান, সেখানে হায়দরাবাদের সর্বোচ্চ রান ছিল ২২৮ রান।
চেন্নাইতে দুটি দলের রেকর্ড ভাল নয়। হায়দরাবাদ চিপক স্টেডিয়ামে মাত্র দুটি ম্যাচে জিতেছে, নাইটরা সেখানে চারটি ম্যাচ জিতেছে। দুটি দল এর আগে চেন্নাইতে একবারই মুখোমুখি হয়েছে। ২০১২ সালের সেই ম্যাচে দশ রানে জেতে কেকেআর। চলতি লিগে তিনবার সাক্ষাৎ ঘটেছে শ্রেয়স আইয়ার ও প্যাট কামিন্সদের। তারমধ্যে দু্’বার জেতে কেকেআর ও একবার জিতেছে হায়দরাবাদ।
রবিবার ম্যাচটি হবে লাল মাটির পিচে। এই পিচেই ঝলসে উঠলেন নাইট বোলাররা।