IPL Auction 2022: Live updates of the 1st day of auction

IPL Auction 2022 LIVE: কেকেআরে শ্রেয়স-কামিন্স, সাড়ে ৮ কোটিতে রাজস্থানে হেটমায়ার

আইপিএলের পঞ্চদশ সংস্করণের মেগা নিলাম পর্ব শুরু বেঙ্গালুরুতে। উপস্থিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বোর্ডের শীর্ষ কর্তারা। মোট ৬০০ জন ক্রিকেটার আগামী দু’দিনে নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন। এর মধ্যে দল পেতে পারেন সর্বোচ্চ ২১৭ জন। ১০টি দল কোটি কোটি টাকা নিয়ে অপেক্ষায়। 

  • ৪ কোটি ৪০ লক্ষে ব্রাভোকে ফের কিনে নিল চেন্নাই।
  • স্মিথ অবিক্রীত।
  • রায়না অবিক্রীত।
  • ৭ কোটি ৭৫ লক্ষে দেবদত্ত পাড়িক্কলকে কিনল রাজস্থান।
  • ২ কোটিতে জেসন রয়কে কিনল গুজরাত।
  • রবিন উথাপ্পাকে ২ কোটি টাকায় কিনল চেন্নাই।
  • ৮ কোটি ৫০ লক্ষে শিমরন হেটমেয়ারকে কিনল রাজস্থান।
  • ৪ কোটি ৬০ লক্ষে মণীশ পাণ্ডে লখনউয়ে।
  • ৬ কোটি ২৫ লক্ষে দিল্লি কিনে নিল ওয়ার্নারকে।
  • ৬ কোটি ৭৫ লক্ষে লখনউয়ে কুইন্টন ডি’কক।

আরও পড়ুন: Happy Birthday Ronaldo-Neymar : রোনাল্ডো ৩৭ – নেইমারের ৩০

  • ৭ কোটি টাকায় ডুপ্লেসি গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
  • ৬ কোটি ২৫ লক্ষে মহম্মদ শামিকে কিনল গুজরাত টাইটান্স।
  • ১২ কোটি ২৫ লক্ষে শ্রেয়স আয়ারকে নিল কলকাতা।
  • ৮ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে কিনল রাজস্থান।
  • ৯ কোটি ২৫ লক্ষে পঞ্জাব কিনল কাগিসো রাবাডাকে।
  • ৭ কোটি ২৫ লক্ষে প্যাট কামিন্সকে কিনল কেকেআর। শুরু থেকেই কামিন্সের পিছনে পড়েছিল কলকাতা। শেষমেশ তুলে নিল তারা।
  • ৫ কোটি টাকায় অশ্বিনকে কিনে নিল রাজস্থান রয়্যালস।
  • ৮ কোটি ২৫ লক্ষে শেখর ধাওয়ানকে কিনল পঞ্জাব কিংস। দিল্লি এবং রাজস্থানের মধ্যে লড়াই হয়। পরে যোগ দেয় পঞ্জাব।

আরও পড়ুন: IPL Auction 2022: আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিন্টা, স্পষ্ট জানিয়ে দিলেন কারণ