টাকা বেশি না থাকায় আইপিএলের মিনি নিলামে (IPL Auction) জোড়াতালি দিয়ে চালাতে হল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। কয়েকটি শূন্যস্থান পূরণ হলেও ভারতীয় পেস বোলার, অল-রাউন্ডারের মতো জায়গা নিয়ে দুশ্চিন্তা থাকবে।নিলামে কেকেআর এসেছিল পকেটে মাত্র ৭.০৫ কোটি টাকা নিয়ে।
আগামী বছর আইপিএলে কেকেআরের পুরো স্কোয়াড কী হল, তা দেখে নিন-
- শ্রেয়স আইয়ার (অধিনায়ক)।
- বেঙ্কটেশ আইয়ার।
- নীতিশ রানা।
- আন্দ্রে রাসেল।
- রিঙ্কু সিং।
- সুনীল নারিন।
- শার্দুল ঠাকুর। নিলামের আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ট্রেড করা হয়েছে।
- টিম সাউদি।
- উমেশ যাদব।
- রহমানউল্লাহ গুরবাজ। আইপিএলের মিনি নিলামের আগে গুজরাট টাইটানস থেকে ট্রেড করা হয়েছে।
- লকি ফার্গুসন।
- অনুকূল রায়।
- বরুণ চক্রবর্তী।
- হর্ষিত রানা।
আরও পড়ুন: Emiliano Martinez: বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পরে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি মার্টিনেজের
- এন জগদীশন: ৯০ লাখ টাকায় তামিলনাড়ুর তারকাকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যিনি সম্প্রতি বিশ্বরেকর্ড গড়েছেন। বিজয় হাজারে ট্রফিতে পরপর শতরান হাঁকিয়েছেন। তারপর রঞ্জি ট্রফিতেও ভালো ছন্দে আছেন।
- বৈভব আরোরা: হিমাচল প্রদেশের পেসারকে দলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬০ লাখ টাকায় তাঁকে নেওয়া হয়েছে।
- ডেভিড ওয়াইজ: নামিবিয়ার অল-রাউন্ডারকে এক কোটি টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে প্রথম একাদশে আদৌও সুযোগ পাবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। আন্দ্রে রাসেলের ব্যাক-আপ হিসেবে তাঁকে সম্ভবত নেওয়া হয়েছে।
- কুলবন্ত খেজরোলিয়া: ২০ লাখ টাকায় দিল্লির পেসারকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যিনি অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন।
- লিটন দাস: বাংলাদেশের তারকাকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেস প্রাইজ ৫০ লাখ টাকায় নেওয়া হয়েছে।
- সুয়েশ শর্মা: দিল্লির লেগস্পিনার সুয়েশ শর্মাকে ২০ লাখ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
- মনদীপ সিং: পঞ্জাবের অল-রাউন্ডার মনদীপ সিংকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেস প্রাইজ ৫০ লাখ টাকায় নিয়েছে।
আরও পড়ুন: IPL Auction 2022: সর্বকালের সর্বোচ্চ দর পেলেন স্যাম কারান, দ্বিতীয় গ্রিন, তৃতীয় স্টোকস