IPL Auction 2023 KKR Squad IPL 2023, Full list of players bought by Kolkata Knight Riders

IPL Auction: মিনি নিলামে ৭ জনকে কিনল KKR, নাইটদের স্কোয়াড শেষমেশ কেমন দাঁড়াল

টাকা বেশি না থাকায় আইপিএলের মিনি নিলামে (IPL Auction) জোড়াতালি দিয়ে চালাতে হল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। কয়েকটি শূন্যস্থান পূরণ হলেও ভারতীয় পেস বোলার, অল-রাউন্ডারের মতো জায়গা নিয়ে দুশ্চিন্তা থাকবে।নিলামে কেকেআর এসেছিল পকেটে মাত্র ৭.০৫ কোটি টাকা নিয়ে।

আগামী বছর আইপিএলে কেকেআরের পুরো স্কোয়াড কী হল, তা দেখে নিন-

  • শ্রেয়স আইয়ার (অধিনায়ক)।
  • বেঙ্কটেশ আইয়ার।
  • নীতিশ রানা।
  • আন্দ্রে রাসেল।
  • রিঙ্কু সিং।
  • সুনীল নারিন।
  • শার্দুল ঠাকুর। নিলামের আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ট্রেড করা হয়েছে।
  • টিম সাউদি।
  • উমেশ যাদব।
  • রহমানউল্লাহ গুরবাজ। আইপিএলের মিনি নিলামের আগে গুজরাট টাইটানস থেকে ট্রেড করা হয়েছে।
  • লকি ফার্গুসন।
  • অনুকূল রায়।
  • বরুণ চক্রবর্তী।
  • হর্ষিত রানা।

আরও পড়ুন: Emiliano Martinez: বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পরে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি মার্টিনেজের

  • এন জগদীশন: ৯০ লাখ টাকায় তামিলনাড়ুর তারকাকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যিনি সম্প্রতি বিশ্বরেকর্ড গড়েছেন। বিজয় হাজারে ট্রফিতে পরপর শতরান হাঁকিয়েছেন। তারপর রঞ্জি ট্রফিতেও ভালো ছন্দে আছেন।
  • বৈভব আরোরা: হিমাচল প্রদেশের পেসারকে দলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬০ লাখ টাকায় তাঁকে নেওয়া হয়েছে।
  • ডেভিড ওয়াইজ: নামিবিয়ার অল-রাউন্ডারকে এক কোটি টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে প্রথম একাদশে আদৌও সুযোগ পাবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। আন্দ্রে রাসেলের ব্যাক-আপ হিসেবে তাঁকে সম্ভবত নেওয়া হয়েছে।
  • কুলবন্ত খেজরোলিয়া: ২০ লাখ টাকায় দিল্লির পেসারকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যিনি অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন।
  • লিটন দাস: বাংলাদেশের তারকাকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেস প্রাইজ ৫০ লাখ টাকায় নেওয়া হয়েছে।
  • সুয়েশ শর্মা: দিল্লির লেগস্পিনার সুয়েশ শর্মাকে ২০ লাখ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
  • মনদীপ সিং: পঞ্জাবের অল-রাউন্ডার মনদীপ সিংকে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেস প্রাইজ ৫০ লাখ টাকায় নিয়েছে।

আরও পড়ুন: IPL Auction 2022: সর্বকালের সর্বোচ্চ দর পেলেন স্যাম কারান, দ্বিতীয় গ্রিন, তৃতীয় স্টোকস