IPL Auction 2024: IPL Auction 2024 Live Streaming: When and where to watch the auction live in India?

IPL Auction 2024: আইপিএল নিলাম দেখতে চান? কখন কোথায় চোখ রাখবেন

আর ২৪ ঘন্টা পরই দুবাইয়ে হতে চলেছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। সেই নিলাম নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। কোন দল কী চমক দেয় সেই ঘটনা দেখার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

শুধু টিম মালিকদের নয়, আইপিএলের এই নিলাম নিয়ে উৎসাহ আছে সাধারণ মানুষের মনেও। তাঁদের ফেভারিট দল কাকে কাকে কিনছে সেটা দেখতেই অনেকে চোখ রাখবেন নিলামে।

মঙ্গলবারই নিলামে উঠবে ৩৩৩ জন। আইপিএলে খালি আছে ৭৭টি জায়গা। সেই শূন্যস্থানে পূরণ করতেই অনুষ্ঠিত হচ্ছে এই নিলাম। মিচেল স্টার্ক, ট্রেভিস হেড, শার্দূল ঠাকুর, রাচীন রবীন্দ্র, হর্শল প্যাটেলদের মতো ক্রিকেটারদের নিয়ে নিলামে উত্তেজনার পারদ হুহু করে চড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তারকা ক্রিকেটার নন, আনকোরা ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের নিয়েও ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে উৎসাহ কম নেই। এখন দেখার শেষ পর্যন্ত কোন ক্রিকেটার কোন দলের ঝুলিতে যায়। কত টাকায় বিক্রি হয় তাঁরা।

আপনি যদি টিভির পর্দায় আইপিএল দেখতে চান তবে আপনাকে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। তবে স্টার স্পোর্টসে আপনি লাইভ নিলাম দেখতে পাবেন না। লাইভ আইপিএল নিলাম দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপে। দুপুর একটা থেকে শুরু হবে আইপিএল নিলাম।

১৯ ডিসেম্বরের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি মোট ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ ৩০ জন। এ বারই প্রথম আইপিএলের নিলাম হবে দেশের বাইরে। দলগুলি সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ ২৬২.৯৫ কোটি টাকা।

সব থেকে বেশি টাকা রয়েছে গুজরাত টাইটান্সের হাতে। তারা খরচ করতে পারবে ৩৮ কোটি ১৫ লাখ টাকা। তাদের পর রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা খরচ করতে পারবে ৩৪ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর খরচ করতে পারবে ৩২ কোটি ৭০ লাখ টাকা। ১৯ ডিসেম্বর সব থেকে বেশি ক্রিকেটার কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দল আসন্ন নিলাম থেকে মোট ১২ জন ক্রিকেটারকে কিনতে পারবে। তার মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারে সর্বোচ্চ চার জন।