IPL Final 2023: Prize Money, Award Winners, Full List Of Who Won What Including Orange Cap, Purple Cap And MVP

IPL Final 2023: ম্যাচ শেষে টাকার বৃষ্টি, খালি হাতেই ফিরল KKR

আইপিএল ২০২৩-র ফাইনাল ম্যাচ শেষে হল টাকার বৃষ্টিও৷ চেন্নাই সুপার কিংস বা সিএসকে রেকর্ড পঞ্চমবারের উজ্জ্বল ট্রফিই পায়নি, বিজয়ীর পুরস্কার হিসেবে ২০ কোটি টাকা।

রানার্স আপ গুজরাত টাইটানস পুরস্কার হিসেবে পেয়েছে ১২.৫ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সও ভালই টাকা পেয়েছে৷ তাদের পুরস্কার মূল্য ৭ কোটি টাকা। অন্যদিকে, চতুর্থ অবস্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস প্রাইজমানি হিসেবে পেয়েছে ৬.৫ কোটি টাকা

এছাড়াও আরও পুরস্কার পেয়েছেন যাঁরা রইল পুরো তালিকা

১. বর্ষসেরা এমার্জিং প্লেয়ার – যশস্বী জয়সওয়াল – ১০ লক্ষ টাকা

২. সর্বাধিক উইকেট (পার্পল ক্যাপ) – মহাম্মদ শামি – ২৮ উইকেট -১০ লক্ষ টাকা

৩. সর্বাধিক রান (অরেঞ্জ ক্যাপ) – শুভমান গিল -৮৯০ রান- ১০ লক্ষ টাকা

৪. সর্বাধিক ছক্কা – ফ্যাফ ডুপ্লেসি – ৩৬ ছক্কা – ১০ লক্ষ টাকা

৫. গেম চেঞ্জার অফ দ্য সিজন – শুভমান গিল – ১০ লক্ষ টাকা

৬. সবচেয়ে মূল্যবান খেলোয়াড় – শুভমান গিল – 10 লক্ষ টাকা

৭. ফেয়ারপ্লে এওয়ার্ড: দিল্লি ক্যাপিটালস- ১০ লক্ষ টাকা

৮.সেরা পিচ, সেরা স্টেডিয়াম: ওয়াংখেড়ে এবং ইডেন গার্ডেন্স- ৫০ লক্ষ টাকা

অতীতের আইপিএল সংস্করণের সঙ্গে এবারের আইপিএলের পুরস্কার মূল্যের আসমান-জমিন ফারাক। ২০০৮ সালে আইপিএলের প্ৰথম সংস্করণে জয়ী দল রাজস্থান রয়্যালসকে দেওয়া হয়েছিল ৪.৮ কোটি টাকা। এখন চ্যাম্পিয়ন দলকে পুরস্কার বাবদ দেওয়া হয় ২০ কোটি টাকা। যা অতীতের সংস্করণের প্রায় সাড়ে চার গুন। যে কোনও টি২০ লিগে পুরস্কার মূল্যের বিচারে এটাই সর্বোচ্চ।