IPL Mega Auction: IPL 2025 auction likely to be held in Riyadh on November 24, 25

IPL Mega Auction: এই মাসেই আইপিএলের মহা নিলাম, চূড়ান্ত দিনক্ষণ, কোথায় বসছে আসর?

চলতি মাসেই বেজে উঠবে কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লিগের দামামা। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মহা নিলাম।

প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মরসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কারা কেমন দল তৈরি করবে, এখন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটেপ্রেমীদের।

নভেম্বরের শেষ সপ্তাহেই যে মহা নিলাম হতে চলেছে, তা নিয়ে আলোচনা চলছিল। সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। আবার রিয়াধ বা জেদ্দা, তা নিয়েও কিছুটা জটিলতা ছিল। আপাতত সৌদি আরবের রাজধানীকেই চূড়ান্ত করা হয়েছে।  ঘটনাচক্রে ওই সময়ে বর্ডার গাভাসকর ট্রফি চলবে।

২২ নভেম্বর থেকে পার্‌থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। আইপিএল নিলামের জন্য নির্ধারিত দিন দু’টি ভারতের প্রথম টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন। যে টেলিভিশন চ্যানেল বর্ডার-গাওস্কর ট্রফি সম্প্রচার করবে, তারাই আইপিএলের নিলাম সম্প্রচার করবে। তাই কোন সময় নিলাম শুরু করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ার পার্‌থ এবং সৌদি আরবের রিয়াধের সময়ের পার্থক্য ৫ ঘণ্টা। বিসিসিআই কর্তাদের সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অস্ট্রেলিয়া-ভারত টেস্টের সংশ্লিষ্ট দু’দিনের খেলা শেষ হওয়ার পর নিলাম শুরু করতে হবে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের দাবি মেনে ২৪ এবং ২৫ নভেম্বর ভারতীয় সময় বিকালের দিকে শুরু হতে পারে আইপিএলের নিলাম।