বৃহস্পতিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের পরেই চেয়ারম্যান ব্রিজেশ রাই মেগা টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন। শুক্রবার সরকারিভাবে বোর্ডের তরফে আইপিএলের নির্ঘন্ট ঘোষণা করে দেওয়া হল।জানিয়ে দেওয়া হল, একটি মাত্র এলাকায় বায়ো বাবলে টুর্নামেন্টের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে।
বোর্ডের তরফে শুক্রবার বলা হল, টুর্নামেন্টের ফাইনাল ২৯ মে। দশটি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে। যার মধ্যে ৭০টি গ্রুপ পর্বের। মুম্বই এবং পুণে মিলিয়ে মোট চারটি ভেন্যুতে হবে এবারের আইপিএল (IPL 2022)। প্রতিটা দল সাতটি করে হোম এবং সাতটি করে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এক-একটি দল পাঁচটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে দু’বার করে খেলবে। বাকি চারটি দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে। তবে প্লে অফ এবং ফাইনাল কবে আয়োজিত হবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৪টি লিগ ম্যাচ খেলবে (৭টি হোম, এবং ৭টি অ্যাওয়ে)। ৭০ টি লিগ ম্যাচের পরে ৪টে প্লে অফ ম্যাচ এবং তারপরে ফাইনাল। প্রত্যেক দল পাঁচটি দলের সঙ্গে দুবার খেলবে। বাকি চারটে দলের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। অর্থাৎ সমস্ত দলই যে পরস্পরের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে ফরম্যাটে মুখোমুখি হবে, এমনটা নয়।
গ্রুপ-এ: MI (5), KKR (2), RR (1), DC (), LSG ()
গ্রুপ-বি: CSK (4), SRH (1), RCB (), PBKS (), GT ()
মুম্বই যেমন প্ৰথম গ্রুপে কলকাতা, রাজস্থান, দিল্লি এবং লখনৌয়ের বিপক্ষে দু-বার করে খেলবে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে। তেমনই অন্য গ্রুপের একই রো-এ (এক নম্বরে) থাকা সিএসকের বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলবে। রোহিতরা বাকি হায়দরাবাদ, আরসিবি, গুজরাট এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একবার করে খেলবে।
কেকেআরের ক্ষেত্রে যেমন প্ৰথম গ্রুপে মুম্বই, রাজস্থান, দিল্লি এবং লখনৌ এবং গ্রুপ-বি’র একই রো (দ্বিতীয়) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দু-বার করে খেলবে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে। তারপরে নাইটরা দ্বিতীয় গ্রুপের সিএসকে, আরসিবি, গুজরাট এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একবার করে খেলবে।
এবার মেগা টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ খেলা হবে মুম্বইয়ে। বাকি ১৫টি ম্যাচ হবে পুণেতে। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল এবং ওয়াংখেড়েতে ঘুরিয়ে ফিরিয়ে ৫৫টি ম্যাচ খেলানো হবে। প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪টি করে ম্যাচ খেলবে।