Karate : Rising Star Sayan Chattoraj Dominates International Karate Arena

Karate : আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য বঙ্গসন্তান সায়ন চট্টরাজের

চলতি বছরে ৮ ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসে ছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনাম শহরে।
১ এবং ২ ফেব্রুয়ারি , রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাটির উদ্ধোধণ করেন বিশাখাপত্তনামের প্রা কতন এম এল এ এবং জনপ্রিয় অভিনেতা সুমন তলোয়ার জি।

সে এই প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি অংশগ্রহণ করেন নেপাল , ভুটান ,বাংলাদেশ, শ্রীলঙ্কা, সিকিম, পাকিস্তান সহ আরও অন্যান্য দেশ থেকে প্রায় ২০০০ খেলোয়াড়। ভারতের খেলোয়াড় দের মধ্যে প্রায় ৪০০ জন ছিলেন এবং পশ্চিমবঙ্গ থেকে ৬০ জনের ও তার বেশি প্রতিযোগী অংশ নেন।

পশ্চিমবঙ্গের পুরশুড়া মিক্স মার্শাল আর্ট একাডেমির ছাত্র ছাত্রীরা অসাধারণ পারফরর্মেন্স প্রদর্শন করেছেন। তারা মোট ৯ টি স্বর্ণপদক, ১২ টি রৌপ্যপদক, ৮ টি ব্রোঞ্জপদক করেছে। এই একাডেমির ছাত্র ছত্রশাল গ্রামের সায়ন চট্টরাজ কাতাতে রৌপ্যপদক ও কুমিতিতে ব্রোঞ্জপদক জিতেছেন, যা তার কঠোর পরিশ্রম ও প্রতিভার প্রমাণ। প্রতিযোগিতা চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পুরশুড়া মিক্স মার্শাল আর্ট একাডেমির প্রেসিডেন্ট সেনসাই রহমাততুল্লা মোল্লা সহ আরো চারজন ইনস্ট্রাক্টর।