KKR: 'No one's desperate but pressure is so much' - Abhishek Nayar describes 'sex in cricket' as 'very normal'

KKR: ক্রিকেটারদের জন্য যৌনমিলন কতটা জরুরি? ‘আজব’ প্রশ্নের মুখে কেকেআর কোচ

তাঁর। কেকেআরের সেই সহকারী কোচ অভিষেক নায়ারকে পড়তে হল এক অদ্ভুত প্রশ্নের সামনে। তাঁকে জিজ্ঞাসা করা হল, ক্রিকেটারদের জীবনে যৌনমিলন কতটা দরকার?

সম্প্রতি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন অভিষেক। সেখানে ক্রিকেট নিয়ে প্রশ্নের উত্তর দেন। ছিল কেকেআরের শিরোপা জয়ের গল্পও। কিন্তু শেষ ওভারে বাউন্সার অপেক্ষা করেছিল তাঁর জন্য।  তাঁকে সঞ্চালক প্রশ্ন করেন, “শেষ প্রশ্ন। ক্রিকেটারদের জীবনে যৌনমিলনের কতটা গুরুত্ব আছে?” প্রশ্ন শুনে প্রথমে কিছু ক্ষণ চুপ করে থাকেন নায়ার। তার পরই পালটা প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

অভিষেক জিজ্ঞেস করেন, “আপনি কি ইতিবাচক নাকি নেতিবাচক দিক থেকে প্রশ্নটা করছেন? আপনার প্রশ্নটা খুবই খোলামেলা। যৌনতা তো থাকতেই পারে। কোনও মানুষ কি এটা ছাড়া বাঁচতে পারে? কিন্তু আপনার প্রশ্নটা ঠিক কী? এটা ভালো না খারাপ? নাকি জিজ্ঞেস করছেন, কতটুকু দরকার?”

নায়ার জানান, এর কোনও নির্দিষ্ট নিয়ম নেই। খেলার উপর এর কতটা প্রভাব পড়ে তারও কোনও পরিসংখ্যান নেই। তিনি বলেন, “প্রত্যেকের কাছে এটা স্বাভাবিক একটা বিষয়। সবার ক্ষেত্রে তার গুরুত্বও আলাদা। কেউ বেশি যৌনমিলন করে। আবার কেউ প্রয়োজন ছাড়া করে না। এর তো কোনও নিয়ম নেই। ক্রিকেটারদের উন্নতি বা অবনতির ক্ষেত্রে এক কতটা গুরুত্ব আছে আমি জানি না।”

তবে যৌনতা থাকলেও মূল লক্ষ্য থাকে ক্রিকেটই। সেটা পরিষ্কার করে দেন নায়ার। তিনি বলেন, “এটা নিয়ে প্রত্যেকের মধ্যেই একটা দ্বন্দ্ব চলে। কয়েকজন পছন্দ করেন। কেউ-বা যৌনতা থেকে দূরে থাকে। ফলে এই নিয়ে কোনও বাঁধাধরা নিয়ম চালু নেই। কেউই বেপরোয়া নয়। তবে যেহেতু চাপ থাকে, সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অনেকে যৌনতার সাহায্য নেয়।”