Lionel Messi evades serious car crash in Miami after jumping red light

Lionel Messi: দুর্ঘটনার কবলে মেসির গাড়ি, কেমন আছেন বিশ্বজয়ী সুপারস্টার?

আর্জেন্টিনা ফুটবল দলের তারকা লিওনেল মেসি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছেন। জানা গিয়েছে একটি ট্রাফিক সিগন্যাল ভাঙার পরে এই দুর্ঘটনা এড়াতে পারেছেন তিনি। আর্জেন্টিনার টিভি চ্যানেল টিসি স্পোর্টসের একটি ভিডিয়ো, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে সুপারস্টারের গাড়িটিকে পুলিস এসকর্ট করছে।

ফ্লোরিডার রাস্তায় তাঁর গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল। ভাগ্য ভালো যে সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরেছে। সেই গাড়িগুলো গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি।

আরও পড়ুন: Wimbledon 2023: সাইলেন্ট রুম সেক্স করার জন্য নয়, দর্শকদের জন্য সতর্ক বার্তা উইম্বলডনে

এটা জানা যায়নি যে সেই সময় গাড়িটি কি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না। তবে ঘটনাটির আগে একজন ভক্ত মেসির সঙ্গে সেলফি তোলার আবদার করেছিলেন। মেসি সেলফি তোলেন। কিন্তু তারপর লাল বাতি খেয়াল করেননি। ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহারা দিয়ে তাঁর আবাসস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।

মেসি পিএসজি থেকে মেজর লিগ সকার (এমএলএস)-এর দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন। যদিও এখনও দলের হয়ে তাঁর অভিষেক হয়নি। ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে মেসির সেই অভিষেক ম্যাচ ঘিরে ইন্টার মায়ামির সমর্থকদের বিশেষ আয়োজনের পরিকল্পনা আছে।

আরও পড়ুন: India Vs West Indies: অভিষেক টেস্টে শতরান! আজহার, সৌরভদের ছুঁয়ে ফেললেন যশস্বী