Lionel Messi may come to Kolkata shortly

Lionel Messi: স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার! কলকাতায় আসছেন মেসি?

মহাবিশ্বের কোটি কোটি মানুষ মেসি ম্যাজিকের বুঁদ হয়েছেন। এহেন কিংবদন্তিকে ঘিরে বিগত কয়েক ঘণ্টায় এক জল্পনার জন্ম হয়েছে। কী সেই জল্পনা? শোনা যাচ্ছে মেসিকে না কি ফের দেখা যেতে পারে ফুটবলপাগল শহর কলকাতায়।

কিছুদিন আগে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন, মেসিকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করবেন। এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় আনার উদ্যোগ নিযেছিলেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার তাঁর দুটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। তা হলে কি এবার কলকাতায় আসছেন মেসি!

আরও পড়ুন: Virat Kohli: ৫০০তম ম্যাচে বিরাট, দেখুন কিং কোহলির রেকর্ড

তাঁর করা দু’টি পোস্টের প্রথমটিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা, মেসিকে দেখার জন্য অপেক্ষা করছে। তাঁকে দেখতে পেয়ে, জড়িয়ে ধরে কেঁদে ফেলছে। স্বপ্নের নায়ককে ছুঁয়ে দেখার আনন্দে যে রকম হয় আরকি। আর একটি পোস্টে শতদ্রু লিখেছেন, ‘তিন সপ্তাহের মধ্যে স্প্যানিশ শেখার জন্য মরিয়া হয়ে উঠেছি। আপনারা সবাই তৈরি তো?’

যদিও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি যদিও সেভাবে কিছুই জানাতে চাননি। শতদ্রু বলেন, ‘এখনও এ ব্যাপারে বলার মতো সময় আসেনি। সময় হলে জানাব।‘ বিশ্বকাপ জেতার পরেই, ভারত ও বাংলাদেশের ফ্যানদের ধন্যবাদ জানিয়েছিল আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। ভারতে খেলতে আসার কথাও ছিল মেসিদের। তবে ভারতের ফুটবল ফেডারেশন স্পন্সর না পাওয়ায় তা আর হয়ে ওঠেনি। গোটা আর্জেন্টিনার দলকে সামনে থেকে দেখতে না পেলেও এবার মেসিকে সামনে থেকে দেখার সুযোগ পেতে পারে কলকাতাবাসী। এমনটাই মনে করছেন কলকাতার ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন: ODI World Cup 2023: কালীপুজোর রাতে ইডেনে পাকিস্তানের ম্যাচ, আপত্তি জানাল পুলিশ