আইপিএলে এক দিনের ব্যবধানে চোট পেলেন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে থাকা দুই তারকা ক্রিকেটার। দুজনেই লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার। জয়দেব উনাদকাট গতকাল নেটে বোলিংয়ের সময় পড়ে যান। আজ চোট পেলেন লোকেশ রাহুল।
বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে গুরুতর চোট লোকেশ রাহুলের।লখনউয়ে আরসিবির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোটের কবলে পড়েছেন সুপার জায়ান্টস অধিনায়ক। ফাফ দু প্লেসির জোরালো শট অনেকটা দৌড়ে রোখার চেষ্টা করতে যাচ্ছিলেন রাহুল। হঠাৎই পায়ে যন্ত্রণা অনুভব করে কার্যত কাতরাতে থাকেন।
তাঁর জন্য স্ট্রেচার এলেও কোনওরকমে সাপোর্ট কাঁধে হাত রেখে মাঠ ছাড়লেন লোকেশ রাহুল। মনে করা হচ্ছে
শেষ হচ্ছে KL রাহুলের এই মরশুমের আইপিএল জার্নি। আজকের ম্যাচে অধিনায়ক রাহুলকে বোলারদের বেশ ভালো ভাবেই বোলারদের চালাতে দেখা যায়। কিন্তু দ্বিতীয় ওভারের শেষ বলেই, বিরাট কোহলি দুরন্ত একটি কভার ড্রাইভ মারেন এবং বলটিকে ধরতে লম্বা একটি দৌড় লাগান লোকেশ রাহুল কিন্তু বলটি বাঁচাতে ব্যার্থ হন রাহুল। বল বাঁচাতে ব্যার্থ হওয়ার পরই তিনি মাটিতে শুয়ে পড়েন তার ডান পায়ের হ্যামস্ট্রিং ধরে। হটাৎ ই ছুটে আসেন দলের বাঁকি সদস্যরা এবং ফিজিও এসে রাহুলকর বাইরে নিয়ে যান।
ঘটনা ম্যাচের দ্বিতীয় ওভারে। শেষ বলে কভার অঞ্চল দিয়ে শট মারেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। বিরাট কোহলি আরসিবিকে তিনটি ম্যাচে নেতৃত্ব দেওয়ার পর আজ ফের ক্যাপ্টেন্সির ব্যাটন দু প্লেসির হাতে। তিনি পাঁজরের চোটের কারণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন। দু প্লেসির শট যাতে বাউন্ডারি লাইনে না পৌঁছয়, সেজন্য দৌড়চ্ছিলেন রাহুল।