Manu Bhaker: Paris Olympics double-bronze medallist Manu Bhaker snubbed from Khel Ratna nominations

Manu Bhaker: কংগ্রেস ঘেঁষা! খেলরত্নের মনোনয়নে নাম নেই মানু ভাকেরের

এবার প্যারিস অলিম্পিকে ভারতের জার্সিতে মানু ভাকের নিজেরে সেরাটা দিয়েছেন। টোকিও অলিম্পিকে যেই মানু বন্দুকের সমস্যার জন্য পারফর্ম করতে পারেননি, সেই মানু এবার প্যারিসে শুধু নামলেন না, জোড়া পদক জিতেছেন। কিন্তু বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করলেও মানু ভাকেরের মুকুটে অবশ্য নতুন পালক যোগ হচ্ছে না। কারণ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের নমিনেশনে নেই তাঁর নাম।

সম্প্রতি ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মনোনয়ন সামনে এসেছে। যেখানে রয়েছে ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের নাম। তাঁর অধিনায়কত্বে ভারত প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে। এছাড়াও প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের নামও রয়েছে তালিকায়। তিনি প্যারিস প্যারালিম্পিকে ছেলেদের হাই জাম্পে সোনা জিতেছেন। এদের নাম প্রত্যাশামতো থাকলেও নেই মানু ভাকেরের নাম। এবার প্যারিস অলিম্পিকে তিনি জোড়া পদক জেতেন, তাঁর নাম না থাকায় চমকে গিয়েছেন অনেকে।

ক্রীড়া মন্ত্রকের কর্তারা জানিয়েছেন, মনু এই সম্মানের জন্য আবেদন করেননি। তবে মনুর পরিবার জানিয়েছে, আবেদন করা হয়েছিল। তবে আবেদন না করা হলেও নির্বাচক কমিটির তরফে নিজে থেকেই কোনও ক্রীড়াবিদকে পুরস্কার বা সম্মানের জন্য মনোনয়নের তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। গত বছর মহম্মদ শামিও অর্জুন পুরস্কারের জন্য আবেদন করেননি। তবে বিসিসিআইয়ের ইচ্ছায় নির্বাচক কমিটি নিজে থেকে নাম অন্তর্ভুক্ত করায় তাঁকে অর্জুন পুরস্কার দেওয়া হয়।

২০২০ সালে অর্জুন পেয়েছিলেন মনু। তবে প্যারিস থেকে ফেরার পর সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ভাইরাল হয়েছিল। তিনি লিখেছিলেন, “দয়া করে বলুন, আমার কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাওয়া উচিত?” একই সঙ্গে ভাইরাল হয়েছিল আরও একটি ছবি – যেখানে তাঁকে দেখা গিয়েছিল সোনিয়া গান্ধীর সঙ্গে। মনোনয়ন না পাওয়ার পরে অনেকের তাই প্রশ্ন রাজনৈতিক কারণেই কি নাম নেই মানুর?