চলতি বছরে ৮ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের্ আসর বসেছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে। ১ এবং ২ ফেব্রুয়ারি, রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাটির উদ্বোধন করেন বিশাখাপত্তনম প্রাক্তন এমএলএ এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুমন তলোয়ার জি।
এই প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি অংশগ্রহণ করেন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলংকা, সিকিম, পাকিস্তানসহ আরও অনেক দেশ থেকে প্রায় ২০০০ খেলোয়াড়। ভারতের খেলোয়াড়দের মধ্যে প্রায় ৪০০ জন ছিলেন এবং পশ্চিমবঙ্গ থেকে ৬০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নেন।
পশ্চিমবঙ্গের পুরশুড়া মিক্সড মার্শাল আর্ট একাডেমির ছাত্র-ছাত্রীরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তারা মোট ৯টি স্বর্ণপদক, ১২টি রৌপ্যপদক এবং ৮টি ব্রোঞ্জপদক লাভ করেছে। এই একাডেমির ছাত্রী জিনাত সুলতানা কাতা এবং কুমিতে দুটি রৌপ্যপদক জিতেছেন, যা তার কঠোর পরিশ্রম ও প্রতিভার প্রমাণ। প্রতিযোগিতা চলাকালীনস্টেডিয়ামে উপস্থিত ছিলেন পরশুরাম মার্শাল আর্ট একাডেমির প্রেসিডেন্ট সেনসাই রাহমাতুল্লা মোল্লা সহ আরো চারজন ইনস্ট্রাক্টর।