ঘরের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে পিএসজি।
মঙ্গলবার রাতে পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে পুরো ৯০ মিনিট আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। একের পর এক গোলের সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। অ্যাওয়ে ম্যাচে রক্ষণ সামলে প্রতিআক্রমণে ওঠার পরিকল্পনা করেছিল রিয়াল। রিয়ালের বক্সে বার বার আক্রমণ হলেও গোল লক্ষ্য করে মাত্র একটি শট নিতে পেরেছে পিএসজি। সেই শটেই গোল করে যান এমবাপে।
চোট কাটিয়ে ফিরলেন করিম বেনজেমা, তবে রইলেন নিজের ছায়া হয়ে। রিয়াল মাদ্রিদের পুরো আক্রমণভাগের চিত্রই তাই। প্রতিপক্ষের দুর্বলতায় আধিপত্য করল তারকাসমৃদ্ধ পিএসজি।পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না লিওনেল মেসি। অবশেষে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে ব্যবধান গড়ে দিলেন কিলিয়ান এমবাপে। চোট কাটিয়ে আড়াই মাস পর মাঠে নেমে দলকে জেতাতে ভূমিকা রাখলেন নেইমারও। এমবাপের দারুণ গোলটিতে দুর্দান্ত ব্যকহিলে পার্শ্বনায়ক তো তিনিই।
আরও পড়ুন: Ind Vs WI 2022: ফের ব্যর্থ কোহলি, অধিনায়ক রোহিতের জয়যাত্রা অব্যাহত
রিয়ালের বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ অপরাজিত রইল পিএসজি। ২০১৯-২০ আসরে গ্রুপ পর্বে প্রথম দেখায় ৩-০ গোলে জয়ের পর ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-২ ড্র করেছিল প্যারিসের দলটি। রিয়ালের জন্য ম্যাচটিকে বলা যায় বড় সতর্কবার্তা। গত মাসে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর থেকে দলটি যেন নিজেদের খুঁজে ফিরছে। এই সময়ে তারা ছিটকে পড়েছে কোপা দেল রে থেকে। লা লিগায় তিন রাউন্ডে জিতেছে মাত্র একটিতে।
সঙ্গে এবার বাজে পারফরম্যান্সে এই পরাজয়। সামনের ব্যস্ত সময়ে কক্ষপথে ফিরতে খুব বেশি সময় হাতে নেই। আগামী ৯ মার্চ তাদের মাঠেই হবে শেষ ষোলোর ফিরতি লেগ।
আরও পড়ুন: IPL Auction 2022: মারাত্মক ভুল করলেন Charu Sharma! দেখুন ভিডিও