সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতের পিভি সিন্ধু। ফাইনালে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে তিনি হারালেন চিনের ওয়াং ঝি ই-কে। সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেনের পর ২০২২ সালের তৃতীয় খেতাব জিতলেন সিন্ধু। প্রথম বার জিতলেন সিঙ্গাপুর ওপেন।
সিঙ্গাপুর ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চিনের ওয়াং ঝি ই-র বিরুদ্ধে নামেন সিন্ধু। প্রথম সেটে ২১-৯ এ এগিয়ে যান সিন্ধু। তবে দ্বিতীয় সেট ১১-২১-এ জিতে ম্যাচে সমতা ফেরান ওয়াং। শেষ সেটে দুই প্রতিপক্ষের মধ্যে চলে দুর্ধর্ষ লড়াই। চূড়ান্ত সেটে সিন্ধু বা ওয়াং – কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছিলেন না। তবে কিছুটা পর ম্যাচের রাশ নিজের হাতে তুলে দেন সিন্ধু। তৃতীয় গেমের বিরতিতে ১১-৬ পয়েন্টে এগিয়ে ছিলেন ভারতীয় তারকা।
আরও পড়ুন: Happy BirthDay Sourav Ganguly : শুভ জন্মদিনে সৌরভ গাঙ্গুলিকে আগাম শুভেচ্ছা সচিনের
তবে বিরতির পর দারুণ ছন্দে শুরু করেন চিনা শাটলার। টানা তিন পয়েন্ট জেতেন। তারপর দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। শেষের দিকে চূড়ান্ত আগ্রাসনের সঙ্গে তৃতীয় গেম ২১-১৫ ব্যবধানে জেতেন। সেইসঙ্গে প্রথমবার সিঙ্গাপুর ওপেন খেতাব জেতেন সিন্ধু।
এদিন শুরু থেকেই শক্তিশালী স্ম্যাশ দিয়ে শুরু করেছিলেন। তাঁর সামনে চিনের ওয়াং ঝি খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। এই নিয়ে এখনও পর্যন্ত দু’বার মুখোমুখি হন এদিনের দুই প্রতিপক্ষ। তবে দু’বারই জয় পান ভারতীয় ব্যাটমিন্টনের রাণী। প্রথমবার অল ইন্ডিয়া ওপেনে ওয়াংকে হারিয়েছিলেন সিন্ধু। তারপর আজকে। শনিবারই জাপানি প্রতিপক্ষ জাপানের কাওয়াকামির বিরুদ্ধে জিতে ফাইনালে ওঠেন সিন্ধু।সেমিফাইনালের ফল ছিল ২১-১৫ এবং ২১-৭। তারপরের দিনই একই ধামাকা ঘটালেন সিন্ধু। জাপানের পর চিন জয়।
আরও পড়ুন: বাবরের টুইটের জবাব দিলেন Virat Kohli, ফুটে উঠল ভারত-পাক মৈত্রীর ছবি