Paris Olympics 2024: China's Huang Ya Qiong Wins Badminton Gold and Then Says 'Yes' to Wedding Proposal

Paris Olympics 2024: সোনা জয়ের পরেই সতীর্থের থেকে বিয়ের প্রস্তাব, গ্রহণ করলেন কি?

প্রেমের শহর প্যারিস। আর সেখানেই এবার অলিম্পিক। বিভিন্ন ইভেন্টের লড়াইয়ের মধ্যেও কি প্রেম দূরে থাকতে পারে? সেই ছবিই এবার ধরা পড়ল প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024)।

ইয়াকিয়ং এবং ইউচেন দেশের হয়ে পদক জিততে গিয়েছেন প্যারিসে। ব্যাডমিন্টন থেকে চিন এখনও পর্যন্ত একটিই পদক জিতেছে। সেই পদক এনে দিয়েছেন ইয়াকিয়ং। তাঁর প্রেমিক ইউচেন যদিও পারেননি। তিনি ছিলেন পুরুষদের ডাবলস ইভেন্টে। তাঁর প্রেমিকা সোনা জিততেই বিয়ের প্রস্তাব দিলেন ইউচেন। হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে দিলেন ইয়াকিয়ংকে।

প্যারিসের লা শাপেলে এরিনা তখন ভর্তি। চিৎকার করছে দর্শক। উৎসাহ দিচ্ছেন ইউচেনকে। তার মাঝেই পকেট থেকে আংটি বার করে সোনার পদকজয়ী ইয়াকিয়ংয়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন ইউচেন। দিলেন বিয়ের প্রস্তাব। ইয়াকিয়ংয়ের গলায় তখন সোনার পদক। তাঁর সেই পদক জয় আরও স্পেশ্যাল করে দিলেন প্রেমিক ইউচেন। আর ইয়াকিয়ং বিয়ের প্রস্তাবে রাজি হওয়ায় পদক না পেয়েও প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ ইউচেনের।

তখন অবাক হয়ে গেলেও পরে ইয়াকিয়াং বলেন, “আমি খুব খুশি। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। সোনা পেয়েছি পরিশ্রমের জোরে। আর বিয়ের প্রস্তাব আমাকে অবাক করে দিয়েছে।”

টোকিয়ো অলিম্পিক্সে রুপো জিতেছিলেন ইউচেন। এ বারে যদিও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাঁকে। ছেলেদের ডাবলসে ইউচেন এবং তাঁর সতীর্থ জুয়ান ই কঠিন লড়াইয়ের মুখে পড়েছিলেন। অন্যদিকে মিক্সড ইভেন্টে জেন সি উই ও ইয়াকিয়ং জুটি প্রথমবার সোনা জিতলেন। কোরিয়ার প্রতিপক্ষের তাঁরা উড়িয়ে দিলেন ২১-৮, ২১-১১ ব্যবধানে। আর তার পরই বিয়ের প্রস্তাব। প্রেমের শহর প্যারিসে নতুন সফর শুরু হল তাঁদের।