অলিম্পিক থেকে বিতর্কিতভাবে ভিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে সংসদে বিবৃতি দিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি জানালেন, ভিনেশের ছিটকে যাওয়া নিয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক কুস্তি সংস্থায় আবেদন জানিয়েছে। আইনি পথে যেভাবে সম্ভব তাঁকে সাহায্য করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রের দাবি, অলিম্পিকের আগে তারকা কুস্তিগিরকে সবরকম সাহায্য করেছে সরকার।
যদিও ফোগটকে অলিম্পিক্স থেকে অযোগ্য বলে বাতিল করার ঘটনা নিয়ে গোটা দেশের আঙুল এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের দিকে। কুস্তিগিরের পরিবারসহ দেশের প্রধান বিরোধী দলগুলি এবং বহু বিশিষ্ট ব্যক্তিও এর পিছনে বিজেপি এবং আন্তর্জাতিক চক্রান্তের গন্ধ পেয়েছেন। বুধবার এনিয়ে সকালেই উত্তাল হয় সংসদ।
এই ঘটনার ব্যাখ্যা করে সংসদে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে বাতিল করে দেওয়া হয়েছে। বিনেশ ৫০ কেজি বিভাগে খেলছিলেন। বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী, প্রতি দিন সকালে প্রতি বিভাগের খেলোয়াড়দের ওজন মেপে দেখা হয়। বুধবার বিনেশের ওজন মেপে দেখা যায়, ৫০ কেজি ১০০ গ্রাম। তাঁর খেলা বাতিল করে দেওয়া হয়।’’ তিনি আরও বলেন, ‘‘আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। আইওএ-র প্রেসিডেন্ট পিটি ঊষা প্যারিসে রয়েছেন। ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।’’ বিনেশকে সরকারের তরফ থেকে সব রকম সাহায্য এবং সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল বলেও সংসদে উল্লেখ করেছেন মনসুখ।
ক্রীড়ামন্ত্রীর এই বিবৃতির ব্যাখ্যা চায় সংসদে উপস্থিত বিরোধীরা। ব্যাখ্যা না পেয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সদস্যেরা লোকসভা থেকে ওয়াক আউট করেন।
এদিকে, ভিনেশের শ্বশুরমশাই রাজপাল রাঠি অভিযোগ তুলেছেন, এর পিছনে চক্রান্ত আছে। বিনেশকে অলিম্পিক্স পদক জয়ের দোরগোড়া থেকে টেনে নামানো হয়েছে। তাঁর অভিযোগ, ১০০ গ্রাম ওজন কমানোর জন্য কেন তাঁকে ১০ মিনিট সময় দেওয়া হল না! আমাদের সন্দেহ এর পিছনে রাজনীতি রয়েছে। ভারত সরকার এবং ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে কথা বলুক, দাবি জানিয়েছেন তিনি।