১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন মনু ভাকের ও সরবজ্যোত সিং। এই ইভেন্টে সোনা জিতেছে সার্বিয়া। যদিও আলোচনার কেন্দ্রে রুপোজয়ী তুরস্কের প্রতিযোগীরা। আরও স্পষ্ট করে বললে দলের পুরুষ সদস্য ইউসুফ ডিকেচ (Yusuf Dikec)।
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ডিকেচের ছবি। দাঁড়িয়ে ডান হাতে লক্ষ্যভেদ করছেন ৫১ বছর বয়সি শুটার। কিন্তু কেন এত হইচই তাঁকে নিয়ে? তার কারণ গিয়ারলেস অবস্থায় ডিকেচের শুটিংয়ের স্টাইল। সাধারণত শুটাররা অত্যাধুনিক চশমা ও এয়ারপ্লাগ পরে ইভেন্টে নামেন। থাকে বিশেষ ধরনের পোশাকও।
তবে ইভেন্টে নামার সময় কোনওটিই পরতে দেখা যায়নি ডিকেচকে। তিনি তুরস্ক লেখা সাদা রঙের একটি টি-শার্ট পরে নেমেছিলেন। না ছিল বিশেষ চশমা, না ছিল বিশেষ হেডফোন। সাধারণ চশমা পরেই নেমে পড়েছিলেন তিনি। একের পর এক গুলি নিখুঁত লক্ষ্যে ছুড়ে রুপো পান। ডিকেচের এই ঠান্ডা মানসিকতা মন কেড়ে নিয়েছে অনেকেরই। দাঁড়ানোর ক্যাজুয়াল ভঙ্গি ও ঠান্ডা মানসিকতা দেখে চর্চা শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
যদিও প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) শেষ পর্যন্ত সোনা জেতা হয়নি তুরস্কের। সঙ্গী সেভাল ইলায়দা তারহানকে নিয়ে রুপো জেতেন ডিকেচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬-১৪ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সার্বিয়া। কিন্তু চর্চা বেশি ডিকেচকে নিয়েই। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরা ভিডিও পৌঁছে গিয়েছে দর্শকের কাছে। অসংখ্য মিমও তৈরি হচ্ছে ডিকেচকে নিয়ে। একজন লিখেছেন, “তুরস্ক ৫১ বছর বয়সি এমন একজনকে পাঠিয়েছে যাঁর বিশেষ চশমা নেই, কানও ঢাকা নেই। তাতেও রুপো নিয়ে চলে গেল।”