Ranveer Singh- Virat Kohli: Ranveer Singh surpasses Virat Kohli to become India's most valued celebrity of 2022

Ranveer Singh- Virat Kohli: ব্র্যান্ড ভ্যালু ১৪৯৪ কোটি! বিরাট কোহলিকে হারিয়ে শীর্ষে রণবীর সিং

একটানা পাঁচ বছর পর শীর্ষস্থান নিজের দখলে রাখার পর সিংহাসনচ্যুত হলেন বিরাট কোহলি। তাঁকে টপকে ব্র্যান্ড ভ্যালুতে  শীর্ষস্থান দখল করে নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বেসরকারি কনসালটিং ফার্ম ক্রোলের পক্ষ থেকেই নাকি থেকেই এই সংক্রান্ত এক সমীক্ষা করা হয়েছিল। আর তাতেই বিরাটকে টেক্কা দিয়েছেন রণবীর।

কর্পোরেট ইনভেস্টিগেশন অ্যান্ড রিস্ক কনসালটিং ফার্ম ক্রোলের এক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা রণবীর সিং ২০২২ সালের ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি। ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২২’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে,  ১৮১.৭ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪৯৪ কোটি ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষস্থান দখল করেছেন রণবীর সিং।

আরও পড়ুন: Champions League: মেসি-এমবাপেকে মাটিতে শুইয়ে জয় বায়ার্নের! চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল PSG

১৭৬.৯ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার পর পর দু’বছর তাঁর ব্র্যান্ড ভ্যালু কমে গিয়েছে। তার ব্র্যান্ড মূল্য ২০২০ সালে ২৩৭ মিলিয়ন ডলারের বেশি ছিল, তবে ২০২১ সালে তা হ্রাস পেয়ে ১৮৫.৭ মিলিয়ন ডলারে নেমে আসে। ১৫৩.৬ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। ১০২.৯ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আলিয়া ভাট। দীপিকা পাড়ুকোনের ব্র্যান্ড ভ্যালুয়েশন ৮২.৯ মিলিয়ন ডলার, যা তাঁকে পঞ্চম স্থান এনে দিয়েছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশনের মতো তারকারা সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন।

প্রাক্তন ক্রিকেটার এমএস ধোনির ব্র্যান্ড ভ্যালু ৮০ মিলিয়ন ডলার। সচিন তেন্ডুলকরের ব্র্যান্ড ভ্যালু ৭৩.৬ মিলিয়ন ডলার। উল্লেখ্য, ২০২২ সালে সেরা ২৫ জন সেলিব্রিটির ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে ১.৬ বিলিয়ন ডলার, যা ২০২১ সালের তুলনায় প্রায় ২৯.১ শতাংশ বেশি। আর এই প্রথম ভারতের সেরা ২৫ জনের তালিকায় জায়গা করে নিলেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। কমনওয়েলথ সোনাজয়ী পিভি সিন্ধুর সঙ্গে সেরা ২৫-এ জায়গা করে নিয়েছেন অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়াও। দু’জনেরই মূল্য ছিল ২৬.৫ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগান সমর্থকদের মিষ্টি খেতে ৫০ লাখ টাকা অনুদান মুখ্যমন্ত্রীর