Ravichandran Ashwin: 'My last day' - Ashwin announces retirement from international cricket

Ravichandran Ashwin: ‘এই খেলার জন্যই সব পেয়েছি’, আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকাই বিদায় অশ্বিনের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলেন রবিচন্দ্রন অশ্বিন। চলতি বর্ডার-গাভাসকার সিরিজের তৃতীয় টেস্ট ম্য়াচ ড্র হওয়ার পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারই ভারতে ফিরে আসবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসরের (Retirement) কথা জানিয়ে দেন তিনি। বলেন, “আজ থেকে জাতীয় দলের হয়ে আর খেলব না। এখনও আমার মধ্য়ে ক্রিকেট বাকি আছে। তাই ক্লাব স্তরে খেলা চালিয়ে যাব। কিন্তু দেশের হয়ে এখানেই শেষ করলাম। আমার সতীর্থ এবং কোচেদের অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই আমার অনেক সতীর্থ অবসর নিয়েছে। আজ আমার দিন। রোহিত, বিরাট, অজিঙ্ক, পূজারাদের কাছে কৃতজ্ঞ। অনেক ক্যাচ ধরে আমায় উইকেট পেতে সাহায্য করেছে।” এরপরই জুড়ে দেন, “নিঃসন্দেহে এটা আমার কাছে ভীষণই আবেগঘন মুহূর্ত। তাই আপাতত কোনও প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আরও একবার সকলকে ধন্যবাদ। এই খেলাই আমায় সব দিয়েছে।”

টেস্টে অশ্বিন অভিষেক করেন ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। সেই ম্যাচে অশ্বিন সেরা হন। দুটো ইনিংস মিলিয়ে তিনি নেন মোট ৯টি উইকেট।ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবে অশ্বিন তাঁর টেস্ট কেরিয়ার শেষ করেন। ১০৬টি টেস্ট ম্যাচ খেলে অশ্বিনের মোট উইকেট ৫৩৭ এবং গড় ২৪। অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি উইকেট সংগ্রাহকদের তালিকায়। অনিল কুম্বলের ঝুলিতে রয়েছে ৬১৯টি উইকেট।

একমাত্র ভারতীয় তারকা হিসেবে চারবার একই টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন তিনি।