Ravindra Jadeja Becomes Number 1 All-Rounder In ICC Test Rankings

ICC Ranking: অল-রাউন্ডারদের ক্রমতালিকার শীর্ষে জাদেজা, উন্নতি বিরাটেরও

শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টে ভাল পারফরম্যান্সের ফল পেলেন রবীন্দ্র জাদেজা। আইসিসির ক্রমতালিকায় সেরা অলরাউন্ডার হলেন জাড্ডু। তাঁর পয়েন্ট ৪০৬। আইসিসি র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ ওপরে উঠে এলেন ভারতীয় অলরাউন্ডার।শতরান না এলেও ব্যাটারদের তালিকায় ওপরে উঠে এলেন বিরাট কোহলি। দু’ধাপ ওপরে উঠে পাঁচ নম্বরে চলে এসেছেন ভারতের প্রাক্তন নেতা।

মোহালি টেস্টে দুর্দান্ত ছন্দে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৪৭ পয়েন্ট নিয়ে প্রথম তিনের মধ্যে ঢুকে পড়লেন ভারতীয় স্পিনারও।শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ১৭৫ রান করার পাশাপাশি বল হাতে ৯ উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট এবং বল হাতে সফল অশ্বিনও। তাই টেস্টে বোলারদের তালিকায়ও দুই নম্বরে উঠে এসেছেন তিনি।

আরও পড়ুন: Russia-Ukraine War: ফুটবল থেকে নির্বাসিত রাশিয়া, ইউক্রেন হামলার নিন্দায় রোনাল্ডো

দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার জ্যাসন হোল্ডার। এর আগে টিম ইন্ডিয়ারই আরেক অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ছিলেন শীর্ষস্থানে। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে সেভাবে নজর কাড়তে পারেননি অশ্বিন (Ravichandran Ashwin)। আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও জাদেজার থেকে পারফরম্যান্সে অনেকটা পিছিয়ে পড়েন তিনি। সেকারণেই অশ্বিন নেমে এসেছেন তৃতীয় স্থানে।

শতরান না এলেও ব্যাটারদের তালিকায় ওপরে উঠে এলেন বিরাট কোহলি। দু’ধাপ ওপরে উঠে পাঁচ নম্বরে চলে এসেছেন ভারতের প্রাক্তন নেতা। কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা। ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে ঢুকে পড়লেন ঋষভ পন্থও। ব্যাটারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন মার্নাস লাবুশেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন জো রুট এবং স্টিভ স্মিথ। চারে রয়েছেন কেন উইলিয়ামসন।

আরও পড়ুন: Shane Warne: টাওয়েল ও বালিশে মিলেছে রক্তের দাগ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য!