Rohit Sharma's six injures spectator in Bengaluru Test match

IND vs SL: রোহিতের ছক্কায় নাক ফাটল যুবকের, রক্তাক্ত অবস্থায় ভরতি হাসপাতালে

বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলপি বলের দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। এই ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শকই উপস্থিত থাকার অনুমতি পেয়েছে। দর্শকরাও ভালই ভিড় জমিয়েছেন ম্যাচ দেখতে। এর মধ্যেই দুর্ঘটনার শিকার এক দর্শক।

রবিবার (১৩ মার্চ) ম্যাচের দ্বিতীয় দিন মাঠে গিয়েছিলেন গৌরব বিকাশ পারবার। তবে মাঠে যাওয়ার সময় তিনি ভাবতেও পারেননি তাঁর সঙ্গে কী হতে চলেছে। ভারতের প্রথম ইনিংস চলার সময়। রোহিত শর্মা তখন ব্যাট করছিলেন। তা, ভারতীয় ইনিংসের একদম গোড়ার দিকে, ছ’নম্বর ওভার চলার সময় শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্ডোকে মিড উইকেট দিয়ে বিশাল ছয় মারেন রোহিত। যা আছড়ে পড়ে চিন্নাস্বামী গ্যালারিতে ম্যাচ দেখতে আসা গৌরব বিকাশ পারবারের মুখে।

আরও পড়ুন: Shane Warne: বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার! জেনে নিন শেন ওয়ার্নের সম্পত্তির পরিমাণ কত?

বল সোজা গিয়ে গ্যালারিতে গৌরবের নাকে লাগে। ফলত তাঁর নাক ভেঙে হু হু করে রক্ত ঝড়তে থাকে। ২২ বছরের যুবকের তখন নাজেহাল অবস্থা। মাঠেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর গৌরবকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা প্রথম না ঘটলেও, মাঠে খেলা দেখতে গিয়ে সাধারণত এমনটা দেখা যায়না। রোহিত অবশ্য এই ইনিংসেও শুরুটা ভাল করে ৪৬ রানে বড় শট মারতে গিয়েই বাউন্ডারিতে ক্যাচ দেন। সিরিজে তাঁর অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও, ব্যাট হাতে তেমন রান না পাওয়া কিন্তু রোহিতকে একটু চিন্তায় রাখবে।

আরও পড়ুন:  ICC Women’s World Cup: পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের