Sania Mirza and Shoaib Malik officially DIVORCED now! Close friend makes a BIG statement

DIVORCED: সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে! জানিয়ে দিলেন ঘনিষ্ট বন্ধু

সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের খবর গত কয়েক দিন ধরেই আলোচনায়। যদিও তারকা দম্পতির কেউই এখনও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি। এ বার তাঁদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন দু’জনেরই ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি আবার শোয়েবের ম্যানেজমেন্ট দলের সদস্যও। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, নামপ্রকাশে অনিচ্ছুক সেই বন্ধুটি তাদের বলেছেন, ‘’দু’জনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’’

শোনা যাচ্ছে শোয়েবের অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে। এই গুঞ্জন আরও বেড়েছে সানিয়ার কিছু পোস্টের পর।ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লেখেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’ ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলেদের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, ইজহান তাঁকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লেখেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’

আরও পড়ুন: Virat Kohli: কোহলির বিরুদ্ধে ভুয়ো ফিল্ডিংয়ের অভিযোগ, বিতর্ক বাড়ছে IND vs BAN ম্যাচ নিয়ে

ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন স্বামী শোয়েব মালিকও।ছেলে ইজহানের জন্মদিনে এই পোস্ট করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার। সেখানে লেখা ছিল, “আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি না। প্রতিদিন আমাদের দেখাও হয় না। কিন্তু বাবা প্রত্যেক মুহূর্তে তোমার মিষ্টি হাসির কথা মনে করে।” শোয়েব যে বার্তা দিয়েছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, স্বামী-স্ত্রী ও তাদের সন্তান তিনজন একসঙ্গে থাকেন না। প্রসঙ্গত, সানিয়া ও শোয়েব আলাদাভাবে ইজহানের দায়িত্ব পালন করছেন বলে জানা গিয়েছে।

আপাতত শোয়েবের সঙ্গে বিতর্কে নাম জড়িয়েছে দু’জনের। প্রথম জন হলেন পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। ২০২১ সালে একটি ম্যাগাজিনের জন্য ফটোশুটে এক সঙ্গে দেখা গিয়েছিল শোয়েব এবং আয়েশাকে। তার পর থেকেই অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে পড়ে পাক ক্রিকেটারের নাম। এছাড়া চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে শোয়েবের নাম জড়িয়েছিল।

আরও পড়ুন: Virat Kohli: আরও ধনী বিরাট! ব্যাঙ্কে ঢুকতে পারে কোটি কোটি টাকা