Sania Mirza Bids Adieu Tennis In Her Hometown Hyderabad

Sania Mirza: অভিষেক হওয়া কোর্টেই কেরিয়ারের শেষ ম্যাচ সানিয়ার, কাঁদতে কাঁদতে টেনিসকে বিদায়

ভারতীয় লন টেনিসের ইতিহাসে শেষ হয়ে গেল এক বর্ণময় অধ্যায়। অবসর নিলেন ভারতের অন্যতম সেরা মহিলা লন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। কাকতালীয়ভাবে যে কোর্ট থেকে নিজের প্রফেশনাল জীবনে চলা শুরু করেছিলেন তিনি। সেই কোর্টে শেষবারের মতো খেলেই অবসর নিলেন তিনি।

হায়দরাবাদে বিদায়ী প্রদর্শনী ম্যাচে সানিয়ার সঙ্গে লাল বাহাদুর টেনিস স্টেডিয়ামে দেখা গিয়েছে রোহন বোপান্না, যুবরাজ সিং, সানিয়ার প্রিয় বন্ধু বেথানি মাটেক স্যান্ড-কে। সানিয়ার শেষ ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন একের পর এক নক্ষত্র- কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, জাতীয় দলের ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দিন, চিত্রতারকা দুলকির সালমানরা।

আরও পড়ুন: Hardik-Natasha Wedding: ঠোঁটে ঠোঁট! ছেলে কোলে দ্বিতীয়বার বিয়ে হার্দিক-নাতাশার

লাল গাড়িতে হায়দরাবাদের স্টেডিয়ামে হাজির হয়েছিলেন গ্ল্যাম গার্ল। তারকা খচিত গ্যালারির স্টান্ডিং ওভেশনের মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশ করেন। তাঁকে দেখেই চিৎকারে ফেটে পড়েন দর্শকরা। এদিন ম্যাচ শেষে বেশ আবেগপ্রবণ দেখিয়েছে সানিয়া মির্জাকে। তাঁর বিদায়ী ভাষণে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। ম্যাচ শেষে আবেগপ্রবণ সানিয়া বলেন, ‘দেশের হয়ে টানা ২০ বছর খেলতে পারাটা আমার কাছে গর্বের। প্রত্যেক ক্রীড়াবিদের দেশের হয়ে খেলার স্বপ্ন থাকে। উচ্চপর্যায়ে খেলার তো স্বপ্ন থাকেই। আর আমি সেটা করতে পারায় বেশি গর্বিত।’ প্রদর্শনী ম্যাচে হাফডজন গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা দুটো মিক্সড ডাবলস ম্যাচ খেললেন। দুটো ম্যাচেই জিতলেন।

প্রসঙ্গত এই লাল বাহাদুর টেনিস স্টেডিয়ামেই দুই দশক আগে ডব্লুটিএ সিঙ্গেলস খেতাব জয়ের মধ্যে দিয়ে তাঁর প্রফেশনাল কেরিয়ার শুরু করেছিলেন সানিয়া মির্জা।  দু-দশক আগে ডব্লিউটিএ সিঙ্গলসে খেতাব জিতে নিজের আবির্ভাব ঘোষণা করেছিলেন, সেখানেই এবার কেরিয়ারে ইতি টানলেন বিশ্ব টেনিসের গ্ল্যামার গার্ল।

আরও পড়ুন: Cristiano Roanldo ” একরাতের জন্য শারীরিক সম্পর্ক! দাবি মহিলা ব্লগারের,মুখ খুললেন রোনাল্ডো