Sania Mirza-Modi: PM Narendra Modi congratulates Sania Mirza

Sania Mirza-Modi: ‘তুমি ভারতের গর্ব’, সানিয়া মির্জাকে বার্তা মোদীর, পাল্টা সৌজন্য সানিয়ার

টেনিস কোর্টে তাঁকে আর দেখা যাবে না। ভক্তদের কাঁদিয়ে মাসখানেক আগেই টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা (Sania Mirza)। সানিয়ার অবসরের সিদ্ধান্ত ব্যাথিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi)। আবেগঘন চিঠি লিখে সানিয়াকে সেকথা জানালেন মোদী। পালটা সেই চিঠি টুইট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সানিয়াও।

সানিয়া মির্জার খেলোয়াড় জীবনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বার্তায়  মোদী লিখেছেন, ‘টেনিসপ্রেমীদের জন্য এটা বোঝা কঠিন হবে যে এখন থেকে আপনি পেশাদার খেলোয়াড় হিসেবে খেলবেন না। আপনার শ্রেষ্ঠত্বে বিশ্ব ভারতের ক্রীড়া দক্ষতার এক ঝলক দেখেছে। আপনি যখন খেলা শুরু করেছিলেন তখন ভারতে টেনিসের দৃশ্যপট ছিল একেবারেই ভিন্ন। আপনি যা করেছেন তা দেখানোর জন্য যে আরও মহিলারা টেনিস খেলায় আসতে পারে এবং এতে পারদর্শী হতে পারে।,আপনার সাফল্য আরও অনেক মহিলাকে শক্তি দিয়েছে যারা খেলাধুলায় ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, কিন্তু কোনও না কোনও কারণে তা করতে দ্বিধা বোধ করছেন।’

বর্তমানে সানিয়া উইমেন্স প্রিমিয়র লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেন্টরের ভূমিকা পালন করছেন। সানিয়া মির্জা তাঁর নিজস্ব টুইটারে প্রধানমন্ত্রীর চিঠিটি শেয়ার করে লিখেছেন, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি। আপনার এই রকম অনুপ্রেরণামূলক কথার জন্য আমি সর্বদাই চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী আমার দেশের প্রতিনিধিত্ব করার। এছাড়াও ভারতকে গর্বিত করার জন্য আমাকে যা করতে হবে আমি তা করে যাব।’