Shoaib Malik hit with match-fixing allegations by former cricketer

Shoaib Malik : শোয়েবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, বিপদে সানিয়ার প্রাক্তন স্বামী

পাকিস্তান ক্রিকেটারদের উপর ম্যাচ গড়াপেটার অভিযোগ নতুন কোনও ঘটনা নয়। এই ম্যাচ গড়াপেটার কারণেই আজীবন নির্বাসিত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সেলিম মালিক। এছাড়া সলমান বাট, মহম্মদ আশিফ, মহম্মদ আমির, দানিশ কানেরিয়া এবং মহম্মদ ইরফানের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এবার পাকিস্তান ক্রিকেট দলে আরও একবার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠতে শুরু করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, পাকিস্তানের স্বনামধন্য ক্রিকেটার শোয়েব মালিকের বিরুদ্ধে এবার এই অভিযোগ উঠেছে।

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।বাসিত আলী বলেন, যে মানুষটা নিজের দেশকে নিয়েই চিন্তাভাবনা করে না, তাকে কখনই মেন্টর পদে বসানো উচিত নয়। যে মানুষটা স্বীকার করে যে আমরা সবকিছু জেনেই ম্যাচটা হেরেছি, তার কাঁধে এই দায়িত্ব দেওয়া একেবারে উচিত নয়। যদি কেউ প্রমাণ  (ফিক্সিংয়ের) চায়, তাহলে আমি প্রমাণ দিয়ে দেব। সম্প্রতি রামিজ রাজা সাহেব শোয়েব মালিকের একটি ইন্টারভিউ নিয়েছিলেন। সেখানে উনি কী বলেছিলেন?

আপাতত ৪২ বছর বয়সে পা রেখেছেন শোয়েব মালিক। কিন্তু, এখনও পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেননি। তবে ২০২১ সালের নভেম্বর মাসের পর থেকে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে শোয়েবের আর কোনও জায়গা হয়নি।

কয়েকদিন আগেই শোয়েব জানিয়েছিলেন যে ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে তিনি একটি বড় অফার পেয়েছিলেন। তাঁকে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, পিসিবি-র এই অফার তিনি গ্রহণ করেননি।