সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির সম্পর্ক নিয়ে চর্চা চলছেই। দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সময় একে অপরের সঙ্গে হাত না মেলানো এবং অদ্ভুত দৃষ্টিতে তাকানো। এর পর সোমবার দেখা যায় ইনস্টাগ্রামে বিরাট আর সৌরভকে ফলো করছেন না। এ বার পাল্টা জবাব সৌরভের। তিনিও আর বিরাটকে ফলো করছেন না।
শনিবার আরসিবি বনাম ডিসি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন কোহলি ও গাঙ্গুলি। বিরাট দুর্দান্ত সেঞ্চুরি করেন। এটা হচ্ছে দিল্লির পঞ্চম হার। এতক্ষণ পর্যন্ত পুরো বিষয়টা ঠিক ছিল। এরপর বিতর্ক বাড়ে।ম্য়াচের শেষ নিয়ম অনুযায়ী দুই দলের প্লেয়ার থেকে সাপোর্ট স্টাফ প্রত্যেকে একে অপরের সঙ্গে হাত মেলান। সেটাই হচ্ছিল এই ম্য়াচেও। দেখা যায় বিরাট কোহলির সামনে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় আসেন তখন দু’জনে একে অপরের থেকে হাত সরিয়ে নেন। অর্থাৎ, হাত মেলাননি। এই ছবিটা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
আরও পড়ুন: IPL 2023: শেষ ওভারে রিঙ্কু সিংয়ের তাণ্ডব, পাঁচ ছক্কায় খতম গুজরাট! ভিডিওয় দেখুন সেই থ্রিলার
এরপর সোশ্যাল মিডিয়ায় আরও বেশ কয়েকটি ছবি শেয়ার হয়। যেখানে দেখা যায় দিল্লি ক্যাপিটালসের ডাগআউটের সামনে দিয়ে আউট হয়ে ফিরছেন বিরাট কোহলি। সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে বেশ রাগতভাবে তিনি তাকান। এরপর ম্যাচের পর একটি রিপোর্টে প্রকাশ পায় যে বিরাট কোহলি ইন্সটাগ্রাম থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করে দিয়েছেন। সোমবার সকালে দেখা গিয়েছিল সৌরভ যাঁদের ফলো করেন, সেই তালিকায় বিরাট রয়েছেন। কিন্তু বেলা গড়াতেই পালা বদল। সৌরভের ফলো করার তালিকায় আর নেই বিরাটের নাম।
ভারতীয় ক্রিকেটে অন্যতম দুই বড় নক্ষত্রের মধ্যেকার বিবাদ যে এখনই শেষ হওয়ার নয় তা বুঝতে পারছেন নেটিজেনরা। তবে দু’জনের মধ্যে বিবাদ থাকলেও IPL-এ দু’জনের দল ভিন্ন মেরুতে। একদিনে যেমন বিরাটরা জয়ের সরণিতে রয়েছেন। সেই সময় দিল্লি টানা হেরে চলেছে। পাঁচটা ম্যাচ হারের পর বেশ ব্যাকফুটে দিল্লি। শোনা যাচ্ছে হারের দায় নিয়ে সরে দাঁড়াতে পারেন দলের কোচ রিকি পন্টিং। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী ম্যাচ থেকে নতুন করে শুরু করার বার্তা দিয়েছেন। প্লেয়ারদের নিজের জন্য খেলার পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Virat Kohli Sourav Ganguly: হ্যান্ডশেক বিতর্কের মধ্যেই সৌরভকে আনফলো করলেন কোহলি