ওয়ান্ডারার্সে থেমে গেল কোহলিদের ‘বিরাট যাত্রা’ ৷ যদিও চোটের কারণে এই টেস্টে খেলেননি ক্যাপ্টেন কোহলি ৷ বিরাটের অনুপস্থিতিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্বে দেন ভাইস-ক্যাপ্টেন লোকেশ রাহুল ৷ প্রথম ইনিংসে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করলেও নেতা হিসেবে দলকে জেতাতে পারলেন না রাহুল ৷ জোহানেসবার্গে বৃহস্পতিবার ভারতকে হারিয়ে তিন টেস্টের সিরিজে সমতা (1-1) ফেরাল দক্ষিণ আফ্রিকা ৷
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। ২০২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক কেএল রাহুল (৫০)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন (৪৬)। প্রোটিয়াদের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মার্কো জেনসেন (৪টি)। এবং ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও ডুয়ান অলিভিয়ের।
240 রান তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় প্রোটিয়াবাহিনী ৷ 96 রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতাতে বড় ভূমিকা নেন প্রোটিয়া ক্যাপ্টেন ৷ এলগার সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকা অবস্থায় ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ ক্যাপ্টনকে সঙ্গ দেন তেম্বা বাভুমা ৷ বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিন বৃষ্টি থাবা বসালেও জয় পেতে অসুবিধা হয়নি প্রোটিয়াদের ৷
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ২০২ (লোকেশ রাহুল ৫০, রবিচন্দ্রন অশ্বিন ৪৬, মারকো জানসেন ৩১/৪)।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২২৯ (কিগান পিটারসেন ৬২, তেম্বা বাভুমা ৫১, শার্দুল ঠাকুর ৬১/৭)।
ভারত দ্বিতীয় ইনিংস: ২৬৬ (অজিঙ্কা রাহানে ৫৮, চেতেশ্বর পূজারা ৫৩, কাগিসো রাবাদা ৭৭/৩)।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৪৩/৩ (ডিন এলগার অপরাজিত ৯৬, রাসি ভ্যান ডার দাসেন ৪০, অশ্বিন ২৬/১)।
ম্যাচের ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।