T20 World Cup 2022: Still 70% chance of rainfall in Melbourne on India-Pakistan match day

T20 World Cup: আজ ভারত-পাক মহারণে কি বাধা বৃষ্টি? কী বলছে মেলবোর্নের আবহাওয়ার দফতর?

রোহিত শর্মা-বাবর আজমদের চোখ আকাশের দিকে। মেঘের আনাগোনার দিকে চেয়ে রয়েছে আইসিসিও। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি কি ধুয়ে দেবে এশিয়ার দুই ক্রিকেট শক্তির ল়ড়াই? প্রশ্ন একটাই। উত্তরের খোঁজে সংশ্লিষ্ট সকলেই ঘন ঘন চোখ রাখছেন আবহাওয়ার খবরে।

মেলবোর্নে (Melbourne) খোঁজ নিয়ে জানা গিয়েছে, রবিবার সকালের আকাশ সেখানে মেঘমুক্তই রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসও তেমনই ছিল। শনিবার যেমন সকালের দিকে বৃষ্টি হলেও বেলা গড়াতে রোদ উঠেছে। দুটো টিম ট্রেনিংও করেছে। রবিবার সকালেও সূর্যদেবের দেখা মিলেছে। কিন্তু অস্ট্রেলীয়রা যাদের হাওয়া রিপোর্টকে বেদবাক্যের মতো মানে, সেই ‘ব‌্যুরো অফ মেটেরোলজি’ রবিবার বিকেল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। গতকাল পর্যন্ত সম্ভাবনা ছিল নব্বই শতাংশ, এ দিন সেটা কমে দাঁড়িয়েছে সত্তর। কোনও কোনও সংস্থা আবার বৃষ্টির সম্ভাবনা আরও খানিকটা কম বলেই দাবি করছে। স্থানীয়দের বক্তব‌্য হল, কয়েক পশলা সামলে নেবে এমসিজি (MCG)। মাঠের নিকাশি ব‌্যবস্থা এতটাই ভাল। কিন্তু টানা বর্ষণ চললে কী হবে বলা মুশকিল।

আরও পড়ুন: Jhulan Goswami: থামল ‘চাকদহ এক্সপ্রেস’, জিতে ক্রিকেট কেরিয়ার শেষ করলেন ঝুলন

তবে কি ভারত-পাকিস্তানের ২২ গজের লড়াইয়ে জল ঢেলে দেবে বৃষ্টি। আশঙ্কা রয়েছে। পাশাপাশি রয়েছে সব রকম প্রস্তুতি। বৃষ্টি হলেও ম্যাচ আয়োজনের চেষ্টায় কোনও ক্রটি রাখতে চান না আয়োজকরা। মাঠ কর্মীরা উইকেট সুরক্ষিত রাখার সব ব্যবস্থা করেছেন। মাঠ শুকনো করার সব ব্যবস্থা মজুত রাখা হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। দরকারে ওভার সংখ্যা কমিয়েই ম্যাচ আয়োজন করতে চায় আইসিসিও।

প্রস্ততি, পরিকল্পনায় কোনও ফাঁক রাখেননি রোহিত, বাবররা। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে তৈরি ‘প্ল্যান বি’, ‘প্ল্যান সি’।মেলবোর্নের বাদলা পরিবেশ নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে দৃশ‌্যতই ধ্বস্ত লাগল। বলছিলেন, ‘‘আবহাওয়ার উপর আমাদের আর কী হাত আছে বলুন? যা হাতে আছে, নিয়ন্ত্রণে আছে, সে সব নিয়ে ভাবি।’’

আরও পড়ুন: Sourav Ganguly : ‘কাল দেখা যাক কী হয়’, CAB নির্বাচন নিয়ে জল্পনা ওসকালেন সৌরভ