Team India: Mumbai’s Marine Drive turns into sea of fans for Team India T20 World Cup victory parade

Team India: বৃষ্টি মাথায় হুডখোলা বাসে বিশ্বকাপ জয়ের উদযাপন রোহিতদের , মুম্বইয়ের রাস্তায় জনস্রোত

যা হওয়ার কথা ছিল, সেটাই হল মুম্বইয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলকে স্বাগত জানাতে মুম্বই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত শুধুই কালো মাথার সারি। মানব সমুদ্র বলাই যেতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬.০৭ মিনিটে বার্বাডোজ থেকে বিমানে দেশে ফেরেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখানে কেক কাটেন রোহিত শর্মারা। বিমানবন্দর থেকে সোজা হোটেলে যান তাঁরা। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান ক্রিকেটারেরা। সঙ্গে ছিলেন ক্রিকেটারদের স্ত্রী ও সন্তানেরা। ১ ঘণ্টার বেশি সেখানে থাকার পরে বাসে করে সরাসরি দিল্লি বিমানবন্দরে যান ক্রিকেটারেরা। সেখান থেকে মুম্বই যাওয়ার বিমান ধরেন তাঁরা।

ভারতীয় ক্রিকেটারদের বিমান মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয়। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বকাপ জয়ের উৎসবে যোগ দিতে ক্রিকেটপ্রেমীদের আহ্বান জানিয়েছিলেন রোহিত। ভারত অধিনায়কের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছেন। ভারতীয় ক্রিকেটারদের বিমান নামার অনেক আগে থেকে রাস্তার দখল নিয়েছেন তাঁরা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের ম্যাচ চললে যেমন উন্মাদনা থাকে, তেমনি দেখা গিয়েছে। কাতারে কাতারে মানুষ স্টেডিয়াম প্রবেশের জন্য যেভাবে হুড়োহুড়ি করেছেন, আশঙ্কা ছিল খুবই। শেষমেশ দেখা গিয়েছে, স্টেডিয়াম উপচে পড়েছিল মানুষের স্রোতে। ওয়াংখেড়েতে আসন সংখ্যার থেকে বেশি দর্শক ঢুকে পড়েছেন। স্টেডিয়ামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। স্টেডিয়ামে অব্যবস্থার ছবি ধরা পড়েছে। পানীয় জলের জায়গা নেই বলে খবর। শৌচালয়ও বন্ধ বলে অভিযোগ উঠেছে।

ওয়াংখেড়ে স্টেডিয়াম এর আগেও বিশ্বজয়ের সাক্ষী থেকেছে। এদিন রোহিতরা যখন মাঠে প্রবেশ করলেন, অঝোরধারায় বৃষ্টি হচ্ছে। মানুষ ছাতা মাথায় দিয়েই বিশ্বজয়ীদের প্যারেড দেখেছেন। মুম্বই বিমানবন্দর থেকে নরিম্যান পয়েন্টে বাসে করে গিয়েছেন ক্রিকেটাররা। তারপর সেখান থেকে হুডখোলা বাসে ওয়াংখেড়ের উদ্দেশে যাত্রা করেছেন রোহিতরা।