বিরাট কোহলির রানের খরা এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম চর্চার বিষয়। কেউ তাঁকে বাদ দিতে বলছেন, কেউ পাশে দাঁড়াচ্ছেন। তবে কোহলির সমালোচকদের তুলনায় সমর্থকের সংখ্যাই বেশি। সমর্থকদের তালিকায় নতুন সংযোজন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক কয়েক শব্দে টুইট করে কোহলির পাশে দাঁড়িয়েছেন।
দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খুব বিশ্রীভাবে হেরেছে৷ লর্ডসে আয়োজকরা ১০০ রানে জিতেছে৷ রিস টপলে ইংল্যান্ড -র হয়ে ৬ উইকেট নিয়ে বাজিমাত করেন৷ ইংল্যান্ডের ২৪৭ রান তাড়া করতে নেমে ১৪৬ রানে থমকে যায়৷ বিরাট কোহলি এদিনের ম্যাচেও নিজের ফ্লপ শো জারি রেখেছেন৷ এদিন ২৫ বলে ১৬ রান করে আউট হন তিনি৷ আউটসাইড অফের বল তাড়া করে কোহলি ব্যাটের খোঁচায় উইকেট কিপার জস বাটলারকে সহজ ক্যাচ দেন৷
সমালোচকরা আবার ফুঁসে উঠেছেন তাঁর বিরুদ্ধে। তার মাঝেই বাবর টুইট করে লেখেন, ‘এই সময়টাও এক দিন ঠিক কেটে যাবে। শক্ত থাকো বিরাট কোহলি।’
আরও পড়ুন: Edgbaston Test: স্লেজিং,ঝগড়া,ফ্লাইং কিস! কোহলি-বেয়ারস্টোর বিবাদ জমিয়ে দিল এজবাস্টন টেস্ট
This too shall pass. Stay strong. #ViratKohli pic.twitter.com/ozr7BFFgXt
— Babar Azam (@babarazam258) July 14, 2022
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এই মুহূর্তে পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম৷ তিনি আইসিসি ক্রমতালিকার টি টোয়েন্টিতে এক নম্বর, একদিনের ক্রিকেটেও তাই, আর টেস্ট ক্রিকেটে ৪ নম্বরে রয়েছেন৷ আধুনিক বিশ্বে কোহলীর সঙ্গে প্রায়ই তুলনা করা হয় বাবরকে। পাকিস্তানের অধিনায়ক নিয়মিত রানও পাচ্ছেন। সম্প্রতি কোহলির একাধিক রেকর্ড ভেঙেছেন বাবর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে এখন সে দেশেই রয়েছেন পাকিস্তানের অধিনায়ক। নিজের রেকর্ড আরও উন্নত করার সুযোগ রয়েছে তাঁর সামনে।
অন্যদিকে, ভারত অধিনায়ক বেশ লম্বা সময় ধরে খারাপ ফর্ম বজায় রেখেই চলেছেন৷ ২০২২ -র ১৬ ম্যাচে ৩৪১ রান মাত্র করেছেন৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া পঞ্চম টেস্টেও কিছু প্রভাব ফেলতে পারেননি৷ আন্তর্জাতিক ক্রিকেটে যেটা তাঁর ফেরার ম্যাচ ছিল৷ কোহলি দুটি ইনিংসে ১১ ও ২০ রান করেন৷ আর দুটি টি টোয়েন্টিতে ১ ও ১১ রান করেন৷
আরও পড়ুন: Sourav Ganguly: ন্যাটওয়েস্ট জয়ের ২০ বছর পূর্তি, ব্রিটেনের পার্লামেন্টে সংবর্ধনা সৌরভকে