Vinesh Phogat: restler Vinesh Phogat tried to maintain her weight before the Paris Olympics final

Vinesh Phogat: ওজন কমাতে শরীর থেকে রক্ত বের করেন, আর কী কী করেছেন ভিনেশ?

ভিনেশ ফোগতের ওজন কমাতে রাতভর চেষ্টা চললেও শেষরক্ষা হল না। জানা গিয়েছে, ফোগত নিজে এবং তাঁর কোচ ও সহকর্মীরা অসংখ্য চেষ্টা করেও পারলেন না। ওজন কমাতে ফোগতের চুল ছেঁটে ছোট করে ফেলা হয়। এমনকী তাঁর শরীর থেকে রক্ত বের করে ফেলার চেষ্টাও হয়। কিন্তু, এতকিছু পরেও তিরে এসে ডুবল তরী।

মঙ্গলবার তিনটি বাউট খেলেছিলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। তাতে ওজন কমে যাওয়ার কথা। শেষ বাউটের আগে এনার্জি বাড়ানোর জন্য খাবার দেওয়া হয়েছিল ভিনেশকে। কারণ দুটি বাউট খেলার পর ক্লান্ত হয়ে পড়েছিলেন। মনে করা হচ্ছে ওই এনার্জি বর্ধক ওষুধের জন্যই তাঁর ওজন অনেকটা বেড়ে যায়। সারা রাত ধরে ওজন কমানোর চেষ্টা করেছিলেন বিনেশ। জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন সারা রাত। চুলও কেটে ফেলেছিলেন তিনি। রক্ত বার করেছিলেন। তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন বিনেশ। কিন্তু বুধবার সকালে যখন ওজন মাপা হয়, দেখা যায় ৫০ কেজির থেকে কয়েক গ্রাম বেশি ওজন তাঁর। সেই কারণেই প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় বিনেশকে।

মঙ্গলবার ফাইনালে ওঠার পথে গত বারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন বিনেশ। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেমিফাইনালে কিউবার গুজ়মান লোপেজ়কে হারিয়েছিলেন বিনেশ। কিন্তু বুধবার ফাইনালে নামতেই পারবেন না তিনি।

অলিম্পিক্সে ৫০ কেজির মহিলা কুস্তিতে সোনা জয়, নিদেনপক্ষে রুপোর পদক থেকেও বঞ্চিত হচ্ছেন ভিনেশ ফোগত। তাঁকে প্রতিযোগিতা থেকেই বাদ পড়তে হতে পারে। ইউনাইটেড ওয়ার্ল্ড কুস্তির বিধি বলছে, যদি কোনও কুস্তিগির ওজনের পরীক্ষায় ব্যর্থ হন, তাহলে তাঁকে প্রতিযোগিতা থেকে সরে যেতে হবে এবং কোনও ব়্যাঙ্কিং ছাড়াই একেবারে শেষ নম্বরে ঠেলে দেওয়া হবে। ভিনেশ ফোগত হলেন প্রথম কুস্তিগির যিনি ফাইনাল থেকে ওজন বেশি হওয়ার কারণে বাদ পড়লেন।