Virat Kohli flies economy class to Bengaluru, netizens say ‘unbelievable’

Virat Kohli: বিমানের ইকোনমিক ক্লাসে বেঙ্গালুরু গেলেন কিং কোহলি, ভাইরাল ভিডিও

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ হয়েও সাধারণ যাত্রীদের মতো বিমানের ইকোনমিক ক্লাসে চেপে বসলেন বিরাট কোহলি। বিশ্বকাপে (ICC World Cup 2023) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে বেঙ্গালুরু (Bengaluru) পৌঁছতেই বিমানযাত্রা। ক্রিকেটার বিরাটের পাশাপাশি মানুষ বিরাটের আচরণেও মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। বিরাটের বিমানযাত্রার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

কলকাতা থেকে সোমবার ইন্ডিগো বিমানে কোহলি বেঙ্গালুরু গিয়েছেন ইকোনমিক ক্লাসের আসনে বসে। বিমানের একেবারে প্রথম আসনে তিনি বসেছিলেন। অনেকে বুঝতেও পারেননি তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সেরা আইকন। সাধারণ যাত্রীদের অনেকেই আবার চিনতে পেরে কোহলির ছবি তোলেন। এমনকী ভিডিও করতে দেখা যায়। কোনও এক যাত্রীর ওই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।

মাথায় টুপি, মুখে মাস্ক দিয়ে ফ্লাইটে ওঠেন বিরাট কোহলি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। অনেকেই বলছেন, বিরাট কোহলি একেবারে মাটির মানুষ। তিনি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও বিমানের ইকোনমি ক্লাসে চড়েন।

আগামী রবিবার সেখানেই ভারত গ্রুপের শেষ ম্যাচ নেদারল্যান্ডস এর বিরুদ্ধে খেলবে। তার আগে অনেক ক্রিকেটার দুদিনের জন্য বাড়িতে গেলেও কোহলি ফোকাস ঠিক রাখার জন্য শিবির ছাড়েননি। রবিবার ইডেনে নজির গড়ার পরে কোহলি হোটেলে ফিরে দলের সব ক্রিকেটারদের সঙ্গে কেক কেটে উৎসব উদযাপন করেছেন। রাতে উৎসব সেরে ভোরেই কলকাতা থেকে বেঙ্গালুরুর বিমান ধরেন।

sports-virat-kohli-flies-economy-class-to-bengaluru-netizens-say-unbelievable/
Virat Kohli flies economy class to Bengaluru, netizens say ‘unbelievable’