বেশ কয়েক বছর হয়ে গেল, জীবন থেকে মাছ, মাংস, ডিমকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে এক্কেবারে শাকাহারি হয়ে উঠেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট এখন পুরোদস্তুর ভেগান। কিন্তু সেই বিরাটই কিনা খাচ্ছেন চিকেন টিক্কা! তাও আবার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই স্পেশাল ডিশের ছবিও দিয়েছেন তিনি। যা দেখে রীতিমতো তাজ্জব নেটিজেনরা।
২০২১ সালে নিজেই একটি পোস্ট শেয়ার করে কোহলি নিজেকে নিরামিষাশী ঘোষণা করেছিলেন। কোহলি আমিষ খান না। এ কারণেই ছবিটি দেখার পর ভক্তরা হতবাক হয়ে যান। এমনকী অনেক ভক্তরা ভাবতে শুরু করেন, কোহলি আমিষ খেতে শুরু করেছেন কি না।
আসলে, কোহলি তাঁর পোস্টে ‘মক চিকেন টিক্কা’ খাওয়ার একটি ছবি শেয়ার করেছেন এবং এই ‘ভেগান চিকেন টিক্কা’-র প্রশংসাও করেছেন। আচমকা সেই ছবি দেখেই অবাক হয়েছেন ভক্তরা। এবার দেখে নেওয়া যাক, এই জিনিসটি আসলে কী?‘মক চিকেন টিক্কা’ বা ‘নকল চিকেন টিক্কা’য় কোনও মাংস থাকে না। তবে এর স্বাদ হুবহু চিকেন টিক্কার মতো। মক চিকেন টিক্কা সয়া প্রোটিন, গমের গ্লুটেন, টেক্সচার্ড উদ্ভিজ্জ প্রোটিন এবং মটর প্রোটিন থেকে তৈরি।
বিরাটের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছিল বলে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ২০২০ সালে এক সাক্ষাৎকারে বিরাট বলেছিলেন, “২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে আমার শিরদাঁড়ায় ব্যথা শুরু হয়। একটি শিরার উপর চাপ পড়ছিল, যেটি আমার ডান হাতের কড়ে আঙুলের সঙ্গে যুক্ত। ওই আঙুলে কোনও সার পাচ্ছিলাম না। পিঠের ব্যথায় রাতে ঘুমতে পারতাম না।” সেই সময়ের পর থেকেই খাদ্যাভ্যাসে পরিবর্তন করেছিলেন বিরাট।