সৌরভ গাঙ্গুলি কি আদৌ সিএবি নির্বাচনে দাঁড়াবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এদিনও সিএবি সভাপতি পদের নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন সৌরভ। শনিবার সন্ধে ছ’টা নাগাদ ইডেনে এলেও মনোনয়ন জমা দেননি। এমনকী এই নিয়ে কোনও সদুত্তরও দিতে চাননি সৌরভ। রবিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। সৌরভ জানান, কাল দুপুরে সিএবিতে আসবেন। তবে মনোনয়ন জমা দেবেন কিনা সেই নিয়ে কিছু জানাননি। এই বিষয়ে সৌরভ বলেন, ‘রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় রয়েছে। দেখা যাক কী হয়। ইলেকশন হবে কিনা সেটা কাল বিকেল পাঁচটার মধ্যে বুঝতে পারব।’
বিসিসিআই সভাপতির পদ থেকে সরে আসার পরই সৌরভ জানিয়ে দিয়েছিলেন যে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতির পদে লড়াই করতে চান। CAB সভাপতির পদে ইতিমধ্যেই অভিষেক ডালমিয়ার মেয়াদ শেষ হতে চলেছে। ফলে সেই জায়গায় সৌরভের লড়াই করতে কোনও অসুবিধেই হবে না। তবে এখানেও কাহানিতে আছে সামান্য টুইস্ট।
আরও পড়ুন: কেরিয়ারের শেষ ম্যাচে অঝোরে কান্না ফেডেরারের, কাঁদলেন প্রতিপক্ষ নাদালও
সৌরভ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে যদি প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে তিনি জয়লাভ করেন, তাহলেই CAB কুর্সিতে বসবেন তিনি। নাহলে নয়। ইতিমধ্যে শোনা যাচ্ছে, সৌরভকে নাকি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সিএবির সভাপতি পদে বরণ করে নেওয়া হবে। সূত্রের খবর, এরপরই বেঁকে বসেন তিনি। জানিয়ে দেন, বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনি লড়াইয়ে নামবেন না।
যদিও CAB ও BCCI দুটোতেই তাঁর সিলেকশন হয়েছিল। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বসেছিলেন। তবে এদিন সিএবিতে ঘন্টা দুয়েক থাকাকালীন সিএবির অন্যান্য কর্তাদের সঙ্গে ঘনঘন বৈঠক করতে দেখা যায় সৌরভকে। পরিস্থিতি যা তাতে সিএবি নির্বাচন হবেই বলা যাচ্ছে না। সিএবির তরফে প্রথমে জানানো হয়, ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তবে পরে সেই সময়সীমা একদিন বাড়িয়ে ২৩ অক্টোবর করা হয়েছিল। এখন সবদিক বুঝে সৌরভ সভাপতি পদের জন্য একেবারে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দেন কিনা সেটাই দেখার।
রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারত। এশিয়া কাপে একটা জিতেছে, একটা হেরেছে রোহিতরা। সেই পরিসংখ্যান নিয়ে ভাবতে চান না বোর্ডের প্রাক্তন সভাপতি। সৌরভ জানান, ‘সবাই পেশাদার প্লেয়ার। দীর্ঘদিন ধরে খেলছে। পাকিস্তানের বিরুদ্ধেও অনেক ম্যাচ খেলেছে। তাই বাড়তি কোনও চাপ থাকবে না।’ তবে অস্ট্রেলিয়ার বড় মাঠে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন সৌরভ।
আরও পড়ুন: জয় শাহের মন্তব্যে মুখ খুললেন রোহিত, পাকিস্তানে এশিয়া কাপ নিয়ে যা বললেন অধিনায়ক