World Cup Ticket Price: CAB President Snehasish Ganguly announces the World Cup ticket price

World Cup Ticket Price: বিশ্বকাপে ইডেনের টিকিট মাত্র ৬৫০ টাকা! ঘোষণা সিএবি’র

বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনাল-সহ ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পাঁচ ম্যাচের টিকিটের দাম কত হবে, ঘোষণা করে দিল সিএবি (CAB)। এক দিনের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে কলকাতায়। ইডেন গার্ডেন্সে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচও। পাঁচটি ম্যাচের জন্য আলাদা আলাদা ভাবে ধার্য্ করা হয়েছে টিকিটের দাম। সোমবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ইডেনের বিশ্বকাপ ম্যাচগুলির টিকিটের দাম জানিয়েছেন।  পাশাপাশি জানিয়েছেন, স্নেহাশিস আইসিসির অনুমতি পাওয়া গেলে সেমিফাইনালের আগে অনুষ্ঠানও হতে পারে ইডেনে।

বিশ্বকাপের ম্যাচের গুরুত্ব বুঝে টিকিটের দাম ধার্য করা হয়েছে। বিভিন্ন ম্যাচের জন্য আলাদা আলাদা মূল্য। বাংলাদেশের সঙ্গে কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচের সমস্ত আপার টিয়ারের টিকিটের দাম ধার্য করা হয়েছে ৬৫০ টাকা। ডি এবং এইচ ব্লকের টিকিটের মূল্য আবার ১০০০ টাকা করে। বি, সি, কে, এল ব্লকের টিকিটের দাম ১৫০০ টাকা।

আরও পড়ুন: Wrestler Protest: রাস্তা থেকে উঠল কুস্তিগিরদের আন্দোলন, আদালতে লড়াই চালাবেন কুস্তিগিররা

ইংল্যান্ড-পাকিস্তান এবং বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টিকিটের দাম আলাদা। সেই ম্যাচগুলির ক্ষেত্রে আপার টিয়ারের টিকিটের দাম ধার্য করা হয়েছে ৮০০ টাকা। ডি এবং এইচ ব্লকের টিকিটের দাম আবার ১২০০ টাকা করে। সি, কে ব্লকে টিকিটের দাম ২০০০ টাকা। বি এবং এল ব্লকে বসে খেলা দেখতে হলে লাগবে ২২০০ টাকা।

প্রত্যাশা মতোই সব থেকে বেশি টিকিটের দাম ধার্য করা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ এবং সেমিফাইনালের জন্য। এই দু’টি ম্যাচের ক্ষেত্রে আপার টিয়ারের টিকিটের দাম ধার্য করা হয়েছে ৯০০ টাকা। ডি এবং এইচ ব্লকে ১৫০০ টাকা করে টিকিটের মূল্য ঠিক করা হয়েছে। সি, কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা রাখা হয়েছে। বি, এল ব্লকের টিকিট আবার ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

যদিও টিকিটের দাম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। অনেকেরই মনে হয়েছে, টিকিটের দাম একটু বেশিই রাখা হয়েছে। কারও কারও মতে, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে এমনিতেই মাঠ ভরা নিয়ে সংশয় থাকবে। তারপর যদি সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা হয়, তাহলে অনেকেই মাঠে যাওয়ার আগ্রহ হারাতে পারেন। বিশেষ করে উৎসবের মরশুমে ম্যাচগুলি হবে বলে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ও সেমিফাইনালের টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে ৯০০ টাকা। সেটা নিয়েও প্রশ্ন তুলছে কোনও কোনও মহল।

তবে সিএবি প্রেসিডেন্ট বলেছেন, ‘সব দিক বিচার করেই দাম নির্ধারিত হয়েছে। ২০১১ সালের বিশ্বকাপের টিকিটের দামের সঙ্গে তুলনা করলে চলবে না। বাজারদর ১২ বছরে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই টিকিটের দাম করা হয়েছে।’

আরও পড়ুন: Indian Women Team: হরমনপ্রীতের অর্ধশতরান, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হারাল ভারত