যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার মধ্যে সম্পর্ক নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। দু’জনের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ডিলিট করে দেওয়ায় জল্পনা আরও বেড়েছে।
ভারতীয় ক্রিকেট দলের এই পাওয়ার কাপল ইতিমধ্যে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। এখানেই শেষ নয়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর যাবতীয় ছবিও ডিলিট করে দিয়েছেন যুজি। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সমর্থকরা আশঙ্কা করছেন, হয়ত তাঁরা বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন। যদিও এই ডিভোর্সের ব্যাপারে যুজবেন্দ্র কিংবা ধনশ্রী, কেউই কোনও বিবৃতি দেননি।
২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। লকডাউনের সময় ধনশ্রীর থেকে নাচের প্রশিক্ষণ নেন চাহাল। আর প্রশিক্ষণের সময় তাদের মধ্যে প্রেম হয়, পরে সেটা বিয়েতে পূর্ণতা পায়।
টাইমস অফ ইন্ডিয়াকে নাকি ঘনিষ্ঠ সূত্র এই খবরটি কনফার্ম করেছে। বিবাহ বিচ্ছেদের গুঞ্জন একেবারে সত্যি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কিন্তু, কী কারণে এই ডিভোর্স হচ্ছে, সেই ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানতে পারা যায়নি। কিন্তু, তাঁরা যে অনেকদিন ধরেই একে অপরের থেকে দুরত্ব বজায় রাখছিলেন, সেটা দিনের আলোর মতো স্পষ্ট ছিল।
তবে এই প্রথম নয়, একাধিকবার তাদের মধ্যে সম্পর্কে ফাটল নিয়ে গুঞ্জন তৈরি হয়। চাহালকে ছেড়ে ধনশ্রীর পার্টি করা হোক বা একে অপরকে নিয়ে পোস্ট না করা হোক, বারবার তাদের সম্পর্ক আতস কাঁচের তলায় এসেছে।