NEET: ছাত্রীদের অন্তর্বাস খোলানোর জের! ৫ জনকে গ্রেফতার করল পুলিশ

neet exam bra controversy

মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে ছাত্রীদের জোর করে অন্তর্বাস খোলানো হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন নিট পরীক্ষার্থীরা। কেরলে এই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে এবার নড়েচড়ে বসেছে পুলিশ।মঙ্গলবার কেরল পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। কোল্লামের মারথুমা কলেজের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। কোট্টারাকারা পুলিশ স্টেশনে এক ছাত্রীর অভিভাবকের দায়ের করা রিপোর্ট অনুযায়ী, কেরালার মারথোমা ইনস্টিটিউট অফ ইনফরমেশন […]