Uniform Civil Code: হাঙ্গামার মধ্যে রাজ্যসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল
বিরোধীদের আপত্তি উপেক্ষা করে রাজ্যসভায় পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি বিল (Uniform Civil Code)। সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যসভায় একটি ব্যক্তিগত সদস্য বিল হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি বিল ২০২০ পেশ করেন বিজেপি সাংসদ কিরোডি লাল মিনা (Kirodi Lal Meena)। বিরোধীরা আপত্তি তোলেন। শুরু হয় হই হল্লা। তার মধ্যেই ধ্বনি ভোটে পাশ হয়ে যায় […]