হিন্দুদের ভাল মানেই রাষ্ট্রের ভাল, উত্তরপ্রদেশ ভোটের আগে ইন্ধন RSS প্রধানের

আবারও হিন্দুত্বের বার্তা দিলেন RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তিনি বলেন, “হিন্দুর মঙ্গল সাধনের অর্থই হল রাষ্ট্রের মঙ্গল করা।” বৃহস্পতিবার হায়দরাবাদে সন্ত রামানুজের (Saint Ramanujacharya) জন্মবার্ষিকী অনুষ্ঠানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন ভাগবত। বলেন, হিন্দুদের ভাল মানেই রাষ্ট্রের ভাল।অনুষ্ঠান মঞ্চে বক্তব্য পেশ করতে উঠে মোহন ভাগবত বলেন, “যাঁরা ১ হাজার বছর ধরে হিন্দুদের বিনাশ করতে চাইছে, আজ […]