Karwa Chauth 2022: করবা চৌথ কবে? জেনে নিন, উৎসবের তাৎপর্য
করবা চৌথের দিন, বিবাহিত মহিলারা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে এবং ষোল শৃঙ্গার করে এবং উপবাসের ব্রত গ্রহণ করে। এই উৎসবে, সমস্ত বিবাহিত মহিলারা এক জায়গায় জড়ো হয়ে করবা চৌথ উপবাসের গল্প শুনতে এবং রাতে চাঁদ দেখে উপবাস ভঙ্গ করে। এবার শুক্র অস্ত যাওয়া ও চতুর্থী তিথি নিয়ে করচৌথ উপবাসের তারিখে মতভেদ রয়েছে। […]